মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ জেলায় রাত্রিবাস নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি। দলের দাবি, সপ্তম দফাতেও ভোটগ্রহণ রয়েছে মুর্শিদাবাদ জেলায়। নির্বাচনী বিধি অনুযায়ী ওই জেলায় থাকতে পারেন না মমতা। তবে এই অভিযোগকে আমল দিতে রাজি নয় তৃণমূল। দলের বক্তব্য, এমন কোনও নিয়ম নেই। মুখ্যমন্ত্রীকে সাধারণ ভোটারদের কাছে যেতে বাধা দেওয়ার জন্য নানা অপচেষ্টার মধ্যে এটি আরও একটি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনিবারই বীরভূম থেকে মুর্শিদাবাদে যাওয়ার কথা মমতার। রবিবার বহরমপুরের রবীন্দ্র ভবনে জেলার প্রার্থীদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করবেন তিনি।
বিজেপি-র রাজ্য কমিটির সদস্য শিশির বাজোরিয়ার বক্তব্য, ‘‘আমরা যেটা জানি, তাতে শুক্রবার রাতেও মুর্শিদাবাদ জেলাতেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতেও থাকবেন। কিন্তু কমিশনের নির্দেশ অনুযায়ী শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার পরে তাঁর আর ওই জেলায় থাকার কথা নয়। কারণ, সপ্তম দফায় ওই জেলায় ভোটগ্রহণ রয়েছে।’’ একই সঙ্গে শিশিরের দাবি, ‘‘শুধু জেলায় থাকাই নয়, আমাদের কাছে এমন খবরও রয়েছে যে, সপ্তম দফায় ভোটগ্রহণ রয়েছে এমন আসনে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীদের প্রভাবিত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। সে কারণেই কমিশনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি।’’
এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘নিয়ম না জেনে এই অভিযোগ। আসলে যে বিধানসভা এলাকায় সপ্তম দফায় ভোটগ্রহণ সেখানে না থাকলে কোনও নিয়মভঙ্গ হয় না। আগে গোটা জেলা ধরা হত কারণ, একটি জেলায় এক দফাতেই ভোটগ্রহণ হত। বিজেপি হারের ভয় পেয়ে মুখ্যমন্ত্রীকে আটকানোর চেষ্টা করছে। কোনও লাভ হবে না।’’
একই সঙ্গে কুণালের দাবি, ‘‘মুখ্যমন্ত্রী কোথায় থাকবেন আর কোথায় থাকবেন না, তা নিয়ে প্রশ্ন তোলার আগে বিজেপি যে সব বহিরাগতদের এনে বিভিন্ন বিধানসভা এলাকার হোটেল ভর্তি করে রেখেছে তাদের সরাক।’’