জখম বিজেপি কর্মী সুশান্ত মণ্ডল। নিজস্ব চিত্র
তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে তলোয়ার দিয়ে কোপানোর অভিযোগ উঠল উলুবেড়িয়ায়। গুরুতর জখম অবস্থায় গেরুয়া শিবিরের ওই কর্মী এখন ভর্তি উলুবেড়িয়া হাসপাতালে। যদিও বিজেপি-র তোলা অভিযোগ সর্বৈব মিথ্যা বলে জানিয়েছে তৃণমূল।
বিজেপি-র অভিযোগ, মঙ্গলবার ভোট চলাকালীন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নবগ্রাম পঞ্চায়েতের আয়মা-গোরবদহ গ্রামের বিজেপি কর্মী সুশান্ত মণ্ডলকে তলোয়ার নিয়ে আক্রমণ করে তৃণমূল। সুশান্তর ছেলে কৌশিক মণ্ডলের অভিযোগ, ‘‘তৃণমূলের লোকজন বুথ দখলের চেষ্টা করছিল। সেসময় বাধা দিতে গিয়ে আক্রান্ত হন আমার বাবা।’’ সুশান্তর মাথায় এবং পায়ে তলোয়ারের আঘাত লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৃণমূল অবশ্য সুশান্তের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার সুশান্তকে দেখতে হাসপাতালে যান উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। তাঁকে হাসপাতাল চত্বরে চড় মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই যদিও অভিযোগও উড়িয়ে দিয়েছে তৃণমূল।