ছেড়া হয়েছে তৃণমূলের ফেস্টুন ও পতাকা। নিজস্ব চিত্র।
পতাকা-ফেস্টুন ছেঁড়া নিয়ে বীরভূমে চূড়ান্ত অশান্তি বাধল তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। বুধবার বীরভূমের আমোদপুরে দাসপাড়ায় দু’দলের কর্মী-সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
শেষ দফায় আগামী ২৯ এপ্রিল বীরভূমের ১১টি বিধানসভা আসনেই নির্বাচন। এর মধ্যে ২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূল ছ’টি আসনে এগিয়েছিল। বিজেপি এগিয়েছিল ৫টি আসনে— ময়ূরেশ্বর, দুবরাজপুর, সাঁইথিয়া, সিউড়ি এবং রামপুরহাট। বুধবারের ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের আমোদপুরে। তৃণমূলের অভিযোগ, এলাকার বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েপর ছবি, ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় পুকুরে, মাঠে। পাল্টা বিজেপি অভিযোগ করে, তৃণমূল তাদের পতাকা-ফেস্টুন পুড়িয়ে দিয়েছে৷
অভিযোগ-পাল্টা অভিযোগের জেরে, দু’দলের মধ্যে উত্তেজনা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। পরে পুলিশ এসে দু’পক্ষকে সামলায়।