প্রতীকী ছবি।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসি-এনপিআর চালু হতে দেওয়া যাবে না এবং তার জন্য বিজেপিকে পরাস্ত করতে হবে, এই লক্ষ্যকে সামনে রেখে বিধানসভা ভোটের পরবর্তী দফায় ৬ জন প্রার্থীর পক্ষে প্রচারের সিদ্ধান্ত নিলেন নাগরিকত্ব সুরক্ষার প্রশ্নে আন্দোলনকারীরা। ওই প্রার্থীদের মধ্যে আছেন গাইঘাটায় সিপিআইয়ের কপিলকৃষ্ণ ঠাকুর, হাবড়ায় সিপিএমের ঋজিনন্দন বিশ্বাস, কল্যাণীতে বিএসপি-র গৌতম মালো, নাকাশিপাড়া ও কৃষ্ণনগর দক্ষিণে সিপিআই (এম-এল) লিবারেশনের কৃষ্ণপদ প্রামাণিক ও সন্তু ভট্টাচার্য এবং দেগঙ্গায় ফরওয়ার্ড ব্লকের হাসানুজ্জামান চৌধুরী। নাগরিকত্ব সুরক্ষা আন্দোলনকারীদের তরফে প্রসেনজিৎ বসুর বক্তব্য, ‘‘যে প্রার্থীরা আমাদের সাহায্য চেয়েছেন, আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের জন্য প্রচার করা হবে। কোনও দল বা ফ্রন্টকে রাজনৈতিক সমর্থন দেওয়া হচ্ছে না।’’ আন্দোলনকারীদের অভিযোগ, এনআরসি এবং সিএএ নিয়ে অসম ও বাংলার দলীয় ইস্তাহারে দু’রকম কথা বলে বিজেপি ‘ইচ্ছাকৃত দ্বিচারিতা’র মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে।