সেই পোস্টার। নিজস্ব চিত্র
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভার আগে ‘গো ব্যাক’ লেখা পোস্টার দিল এসইউসির যুব সংগঠন ডিওয়াইও।
মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের বেলদায় সভা করতে এসেছিলেন যোগী। তার আগে কেশিয়াড়ি মোড়, ট্রাফিক স্ট্যান্ড, বেলদা-মেদিনীপুরগামী যাত্রী প্রতিক্ষালয়ে ওই পোস্টারগুলি দেখা যায়। সেখানে যোগীকে ‘দলিতদের নিপীড়নকারী’ ও ‘কলঙ্কতম মুখ্যমন্ত্রী’ বলে অভিযোগ করা হয়েছে। কেন এই পোস্টার? ডিওয়াইও-র জেলা সম্পাদক সুশান্ত পাণিগ্রাহীর দাবি, ‘‘যোগী বলতে আমরা ত্যাগী পুরুষকেই জানি। কিন্তু উত্তরপ্রদেশের এই মুখ্যমন্ত্রী হলেন ভোগী। সমস্ত ক্ষমতা এরা ভোগ করছেন। হাথরাসের ঘটনা সামনে এসেছে। খুন ধর্ষণে এগিয়ে আছে উত্তরপ্রদেশ। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলায় তথা বেলদাতে আনায় আমরা তার ধিক্কার জানাচ্ছি।’’
বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন তিওয়ারি বলেন, ‘‘মেদিনীপুরের পবিত্র মাটিকে যোগীজী বন্দনা করে গেছেন। এদের কথা বাংলার মানুষ কানে নেবেন না।’’