এই সেই গাড়ি। নিজস্ব চিত্র।
রাত পোহালেই জঙ্গলমহলে ভোট। তার আগেই পুরুলিয়ার বান্দোয়ানে সেক্টর অফিসের একটি গাড়িতে আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। সন্দেহ করা হচ্ছে, ভোটের আগে সন্ত্রাসের আবহ তৈরি করতেই মাওবাদীরা এ ধরনের কাজ করেছে।
বান্দোয়ানের গড়ুর গ্রাম পঞ্চায়েতর সাগা সুপুরডি গ্রামের কাছে ঘটে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। জানা গিয়েছে, রাতে সেক্টর অফিস এবং ভোট কর্মীদের খাবার দিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, একেবারে মাওবাদী কায়দায় চার ব্যক্তি মুখে কালো কাপড় বেঁধে গাড়িটিকে থামায়। তার পরে গাড়ির চালকে নামিয়ে ওই গাড়ি থেকেই তেল বার করে আগুন ধরিয়ে দেন। কেন এবং কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে তারা। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
শনিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তার আগে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ এক সময়ে পুরুলিয়া জেলার বান্দোয়ান বিধানসভা ছিল মাওবাদীদের আঁতুড় ঘর। সুতরাং এই ঘটনা মধ্যে কী রহস্য রয়েছে তা উদ্ঘাটন করতে ব্যস্ত প্রশাসন।