BJP

Bengal polls: ‘জয় শ্রীরাম’ না-বলায়, প্রৌঢ়কে চড় চুঁচুড়ায়

বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ শহরের চকবাজার কাঠগোলা এলাকার বাসিন্দা, বছর চুয়ান্নর মহম্মদ সুফিউদ্দিন নামে ওই প্রৌঢ় নমাজ পড়তে সাইকেলে করে মসজিদে যাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ০৫:৫২
Share:

প্রতীকী ছবি।

‘জয় শ্রীরাম’ বলতে রাজি না-হওয়ায় হুগলির চুঁচুড়ায় এক প্রৌঢ়কে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে।

Advertisement

বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ শহরের চকবাজার কাঠগোলা এলাকার বাসিন্দা, বছর চুয়ান্নর মহম্মদ সুফিউদ্দিন নামে ওই প্রৌঢ় নমাজ পড়তে সাইকেলে করে মসজিদে যাচ্ছিলেন। পুলিশের কাছে তাঁর অভিযোগ, চকবাজার-চৌমাথা এলাকায় মসজিদের কাছেই মোটরবাইক আরোহী তিন যুবক তাঁর পথ আটকায় এবং ‘জয় শ্রীরাম’ বলার নির্দেশ দেয়। তিনি রাজি হননি। এতেই ওই যুবকেরা তাঁকে চড়-থাপ্পড় মারে বলে অভিযোগ করেন সুফিউদ্দিন।

চন্দননগর কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘ওই এলাকার সিসি-ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

সুফিউদ্দিন বলেন, ‘‘অন্ধকার থাকায় হামলাকারীদের চিনতে পারিনি। তবে বয়স ২৫-২৬ বছরের মধ্যে হবে। কথা না-শোনায় ওরা আমার সাইকেলে ঝোলানো ব্যাগ ধরে টানাটানি করে। হয়তো টাকাপয়সা ছিনতাইয়ের মতলবে ছিল। আমি টাকা নিয়ে বেরোইনি। মার খেয়ে আমি চিৎকার করায় ওরা পালায়। এলাকার লোকজনও চলে আসেন।’’

ঘটনার প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন। মসজিদের তালা তখনও না-খোলায় তিনি রাস্তার ধারে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘‘মসজিদের ১০০ গজের মধ্যে ঘটনাটি ঘটে। সুফিউদ্দিন সাহেবের চিৎকারে আমি এগিয়ে যাই। আমাকে যেতে দেখেই ছেলে তিনটে মোটরবাইকে উঠে ব্যান্ডেলের দিকে চলে যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement