West Bengal Assembly Election 2021

Bengal polls: ‘সরে যাবে বুঝে পেরে মরণ কামড় তৃণমূলের’, তোপ অধীরের, খোঁচা বিজেপি-কেও

এক সময় ডুয়ার্সের চা বাগান এলাকা ছিল বামেদের গড়। সেখানে হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে কোমর বেঁধে নেমেছে বাম এবং কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নাগরাকাটা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ২৩:৫৬
Share:

নাগরাকাটার সভায় অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

তৃণমূল এবং বিজেপি-কে একসারিতে বসিয়ে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মঙ্গলবার নাগরাকাটায় সংযুক্ত মোর্চার জনসভায় যোগ দেন অধীর। সেখান থেকেই দুই দলকে একের পর এক তোপ দাগেন তিনি।

Advertisement

এক সময় ডুয়ার্সের চা বাগান এলাকা ছিল বামেদের গড়। সেখানে হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে কোমর বেঁধে নেমেছে বাম এবং কংগ্রেস। মঙ্গলবার নাগরাকাটায় সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী সুখবীর সুব্বার সমর্থনে জনসভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, ‘‘মানুষ তৃণমূলের থেকে থেকে রক্ষা পেতে চাইছে। আর ভাঁওতাবাজ বিজেপি-কে চিনে নিয়েছেন মানুষ। তাই বিকল্প সংযুক্ত মোর্চা।’’

জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর ফের এক বার বলেন, ‘‘তৃণমূল আজকে বুঝতে পারছে যে তারা ক্ষমতা থেকে সরে যাবে। তাই মরণ কামড় দিয়ে তারা তাদের জায়গা ধরে রাখতে চাইছে। বিজেপি আর তৃণমূলের এই হিংসার রাজনীতি থেকে মুক্ত করা আমাদের লক্ষ্য। নির্বাচনে মানুষ নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দেবেন এটাই আমরা চেয়েছিলাম। সেটা না হলে সরকারের ব্যর্থতা। নির্বাচন কমিশনের ব্যর্থতা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement