ভোট দিতে বুথে মিঠুন। নিজস্ব চিত্র।
গত মার্চ মাসে কলকাতার ভোটার তালিকায় নাম তুলিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে অভিনেতা তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিঠুন চক্রবর্তী কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ২৪৭ নম্বর বুথে গিয়ে ভোট দিলেন। ভোট দেওয়ার পরে মিঠুন বলেন, ‘‘শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। এ রকম শান্তিপূর্ণ ভোট আগে হয়নি।’’
একটা সময় কলকাতার জোড়াবাগান থানা এলাকায় থাকতেন মিঠুন। এখন সেখানে থাকেন তাঁর বোন শর্মিষ্ঠা সরকার। কলকাতায় এলে সেটাই হয় মিঠুনের ঠিকানা। মার্চ মাসে রাজা মণীন্দ্র রোডের সেই ঠিকানাতেই ভোটার হয়েছিলেন মহাগুরু। এরপর রাজ্যের বিধানসভা ভোটে তিনি প্রার্থী হতে পারেন বলেও জল্পনা দানা বেঁধেছিল।
গত ৭ ফেব্রুয়ারি কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে পদ্মশিবিরে যোগ দেন। এরপর তিনি জানান, বিজেপি নেতৃত্ব চাইলে তিনি বিধানসভা ভোটে প্রার্থী হতে রাজি। যদিও শেষ পর্যন্ত প্রার্থী হননি মিঠুন। দীর্ঘদিন ধরেই মিঠুন মুম্বই বা উটির বাসিন্দা। তবে বিধানসভা ভোটে প্রচারের জন্য গত দু’মাস ধরে রাজ্যেই রয়েছেন তিনি।