Chandannagar

Bengal Polls: আলোর শহর চন্দননগরে গণতন্ত্র- উৎসবেও আলোর খেলা

আলোর জন্য বিখ্যাত হুগলির চন্দননগর। এ বার গণতন্ত্রের উৎসবেও সেই আলোকসজ্জা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ২০:৪১
Share:

এমনই আলোয় সেজেছে চন্দনগরের বুথ। নিজস্ব চিত্র।

আলোর জন্য বিখ্যাত হুগলির চন্দননগর। এ বার গণতন্ত্রের উৎসবেও সেই আলোকসজ্জা। এমনই দৃশ্য দেখা গেল হুগলির ঐতিহ্যবাহী শহর চন্দননগরের নির্দিষ্ট দু’টি স্কুলে।

চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষামন্দির এবং অঘোর শেঠ বিদ্যালয়কে সাজানো হয়েছিল শহরের বিখ্যাত আলোয়। চন্দননগর বিধানসভায় মোট ৩১১টি বুথের মধ্যে ৭৫ টি বুথ ছিল মহিলাদের দ্বারা পরিচালিত। তার মধ্যে শতাব্দী প্রাচীন কৃষ্ণভাবিনী নারী শিক্ষামন্দিরও ছিল অন্যতম। মোট চারটি বুথ ছিল বিদ্যালয়টিতে। বিদ্যালয়ের প্রবেশদ্বারে রাখা হয়েছিল গোলাপি তোরণ।

বুথে প্রবেশের মুখে আলোকসজ্জার মাধ্যমে ভোটারদের বোঝানো হয়েছে কী ভাবে ভোট দিতে হবে। শনিবার সকাল থেকে বিদ্যালয়টিতে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। নির্বাচনে শহরের ঐতিহ্যকে তুলে ধরার এমন উদ্যোগে খুশি চন্দননগরবাসীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement