আর এক কন্যে
শুক্রবার দুপুর। কেশিয়াড়ির দুধেবুধের সভায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ‘‘উমাকে বলতে দাও।’’ মঞ্চে ঝাড়গ্রামের সাংসদ উমা সরেন। গোড়াতেই তিনি বললেন, “জঙ্গলমহলের মা-কে সশ্রদ্ধ প্রণাম। বাঁচার জন্য যা কিছু প্রয়োজন সবই উনি করে দিয়েছেন!’’ আগে একাধিকবার মুখ্যমন্ত্রীকে ‘জঙ্গলমহলের মা’ বলে সম্বোধন করেছেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। সেই সূত্র টেনে এ দিন জেলার এক সিপিএম নেতার কটাক্ষ, ‘‘পুলিশ আধিকারিকের পর এ বার চিকিৎসক, মমতার গুণগ্রাহীর তালিকা তো লম্বা!’’
মানভঞ্জন পালা
ডেবরার বিদায়ী বিধায়ক তৃণমূলের রাধাকান্ত মাইতি এ বার ভোটে টিকিট পাননি। ফল, গোঁসা। দলের অন্দরের খবর, এই গোঁসার কারণেই এ বারের ভোটে তৃণমূল প্রার্থী সেলিমা খাতুনের হয়ে প্রচারও করছেন না তিনি। শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভাতেও তাঁর মুখ ছিল প্রথম থেকেই গোমড়া! অগত্যা তাই মানভঞ্জনে এগিয়ে এলেন খোদ নেত্রীই। মাইক্রোফোন হাতে নিয়েই বললেন, ‘‘রাধাকান্ত আগের বার প্রার্থী ছিলেন। তাঁকে এ বারের ভোটে অন্য কাজে লাগাব।’’
রাহুল-বরণ
আজ, শনিবার কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী আসছেন বাঁকুড়ায়। ২০ হাজার লোক আনতে চাইছে জোটপন্থীরা। এই জেলায় কংগ্রেসের হাল মাথায় রেখে তাদের স্রেফ ছ’হাজার লোক আনার লক্ষ্যমাত্রা দিয়ে বামফ্রন্ট নিজেরাই ২০ হাজার লোক আনবে বলে খবর। প্রবীণ সিপিএম কর্মী চণ্ডী নিয়োগীর পিঠ চাপড়ে সিপিএমের জেলা কমিটির সদস্য সুবিকাশ চৌধুরীর রসিকতা, “আপনাকে দিয়েই রাহুলকে বরণ করাব।’’
ডার্বির জোট
জলপাইগুড়ির কদমতলায় সিপিএমের জেলা অফিস। ঠিক পাশের ফ্ল্যাটেই হয়েছে জোটের অফিস। সেখানে প্রতিদিনই কংগ্রেস এবং বাম নেতাকর্মীর ভিড়। সেখানে অবশ্য টিভি নেই। টিভি রয়েছে সিপিএম অফিসে। কংগ্রেসের যুবনেতাদের তাই নিজেদের অফিসে বসে শনিবার মোহনবাগান-ইস্টবেঙ্গলের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে রেখেছেন ডিওয়াইএফআই নেতারা।
সুদীপ্ত-স্মরণে আজ পথে বাম ছাত্রেরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ভোটের ভরা মরসুমেই এ বার সুদীপ্ত-স্মরণে পথে নামছে এসএফআই। বাম ছাত্র সংগঠনের আইন অমান্য আন্দোলনের দিন গ্রেফতার হয়ে জেলে যাওয়ার পথে চার বছর আগে মৃত্যু হয়েছিল এসএফআই কর্মী সুদীপ্ত গুপ্তের। তাঁর মৃত্যুবার্ষিকীতে আজ, শনিবার কলেজ স্ট্রিটে একটি সমাবেশ করবে বাম ছাত্র সংগঠনগুলি। সেখানে বক্তা সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। তার পরে দুপুরে কলেজ স্ট্রিট থেকে মিছিল হবে ধর্মতলা পর্যন্ত। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাসের কথায়, ‘‘গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে ছাত্র, যুবক ও শিক্ষকদের সব সংগঠনকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।’’
নোটিস বিজেপি সভাপতিকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সভায় কু-কথার জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বৃহস্পতিবার নোটিস পাঠাল নির্বাচন কমিশন। জবাব দিতে হবে শনিবার বিকেল পাঁচটার মধ্যে। খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপবাবু ২১ মার্চ নয়াগ্রামের সভায় এক তৃণমূল কর্মীর উদ্দেশে প্ররোচনামূলক কথা বলেন বলে অভিযোগ। কমিশন সূত্রে খবর, এ নিয়ে অভিযোগ জানান মুকুল রায়। রাজ্য নির্বাচন কমিশন ২৭ মার্চ জাতীয় নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠায়। তা দেখে দিলীপবাবুকে নোটিস পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। দিলীপবাবু বলেন, ‘‘নোটিস পেয়েছি। আইনজীবী জবাব দেবেন।’’ তাঁর দাবি, তৃণমূলের লোক উত্তেজনা ছড়িয়েছিল। তাই তিনি বদলা নেওয়ার কথা বলেছিলেন।