ভোটফোড়ন

মুকুলে পোকা খড়্গপুরে তৃণমূলের সভা। মঞ্চে দেব-সহ অন্যরা। মুকুল রায় বলছেন, ‘‘সূর্যবাবু বলেছেন, প্রথম দফার ভোটে ছক্কা মারতে। আরে আপনারা তো প্রথম বলেই সব উইকেট হারিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০৪:২৬
Share:

মুকুলে পোকা

Advertisement

খড়্গপুরে তৃণমূলের সভা। মঞ্চে দেব-সহ অন্যরা। মুকুল রায় বলছেন, ‘‘সূর্যবাবু বলেছেন, প্রথম দফার ভোটে ছক্কা মারতে। আরে আপনারা তো প্রথম বলেই সব উইকেট হারিয়েছেন। ক্রিকেট খেলেছেন কোনওদিন?” কথা শেষ হয়নি, একটা পোকা এসে ঢুকল মুকুলের জামার ভিতরে। লাফিয়ে উঠলেন। ছুটে এলেন খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকার। পোকা বের করার চেষ্টা হল খানিক। ফের শুরু ভাষণ। কিন্তু খানিক পরেই আবার অস্বস্তি। পোকা বেরোয়নি। ভাষণেও সেই ঝাঁঝ হারিয়েছে। দু’চার কথায় শেষ করে শুরু হল পোকার খোঁজ। মঞ্চের নীচে এক দলীয় কর্মী বলছেন, ‘‘ক্রিকেট নিয়ে শ্লেষ বোধহয় ‘ক্রিকেট’টা (ঝিঁঝি পোকা) সইতে পারেনি!’’

Advertisement

সভা নিখোঁজ

বুধবার কোতুলপুরের জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরার সমর্থনে সভায় আসছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দুপুর একটার বদলে চপার থেকে অধীর নামলেন আড়াইটায়। কেন? জানা গেল সভাস্থল খুঁজেই পাচ্ছিল না চপার। অধীরও বলছেন, ‘‘কী ঝামেলা বলো তো, সভার জায়গাটা চিনতেই পারছিলাম না। কী আর করা তাই বহরমপুরেই ফিরে গিয়েছিলাম।’’ তবে প্রার্থী নাছোড়। ফোন এল ফের, ‘দাদা কোথায়?’ কী আর করা! অগত্যা ফের উড়ল চপার। এ বার পথ চিনে চপার নামল বাঁকুড়ার গ্রামীণ মাঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement