বিতর্ক এড়াতে দুই অতিরিক্ত নির্বাচনী অফিসার দিব্যেন্দু সরকার ও সুরেন্দ্র গুপ্তকে রাজ্য সরকারের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এখন তাঁরা শুধু মাত্র কমিশনের দায়িত্বই পালন করবেন। কমিশনের অতিরিক্ত নির্বাচনী অফিসারের দায়িত্বের পাশাপাশি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছিলেন ওই দুই আমলা। দিব্যেন্দুবাবু পঞ্চায়েত কমিশনারের পদে ছিলেন। সুরেন্দ্র গুপ্ত ছিলেন ডব্লিউবিআইডিসি-র ম্যানেজিং ডিরেক্টর। বিরোধী দলগুলির পক্ষ থেকে অভিযোগ উঠেছিল, রাজ্য সরকারের পদে থাকার কারণে কমিশনের কাজে শাসক দলের হয়ে পক্ষপাতিত্ব করতে বাধ্য হচ্ছিলেন দিব্যেন্দুবাবুরা। এমনকী, কমিশনের অফিসে বসেই সরকারের ফাইল সই করা থেকে নানা দায়িত্ব তাঁরা পালন করছিলেন বলে অভিযোগ ওঠে। কমিশনে সুরেন্দ্র গুপ্ত মূলত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন তদারকির দায়িত্বে রয়েছেন। দিব্যেন্দুবাবু খরচ-খরচার নজরদার। রাজ্যের পদে থাকার কারণে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নিয়ে সুরেন্দ্র গুপ্ত যথেষ্ট যত্নবান নন বলেও অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলি। ফলে ওই দুই অফিসারকে নিয়ে বিতর্ক এড়াতেই দুই অফিসারকে রাজ্য সরকারের দায়িত্ব থেকে সরিয়ে দিল কমিশন।