উত্তেজনা সাতগাছিয়ায়। তৃণমূলের প্রার্থী সোনালি গুহকে ঘিরে বিক্ষোভে স্থানীয়রা। —নিজস্ব চিত্র।
ভোটের প্রচারে নেমে বিক্ষোভের মুখে পড়লেন সাতগাছিয়ার তৃণমূল প্রার্থী সোনালি গুহ। শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ সাতগাছিয়ার মৌখালি পঞ্চায়েতের বাসিকাঠি এলাকায় প্রচারে নেমেছিলেন সোনালি। তখনই এলাকার মহিলারা পানীয়জলের দাবিতে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। মহিলাদের অভিযোগ, এলাকায় আসেন না সোনালি। গ্রীষ্মকালে পানীয় জলের অভাব। গত নির্বাচনে এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছিলেন সোনালি। কিন্তু কোনও সমাধান হয়নি।
তৃণমূল সূত্রে খবর, দলীয় কর্মীর সঙ্গে অটোতে চেপে প্রচারে আসেন প্রার্থী। বাসিকাঠির ওই বিক্ষোভ থেকে বেরিয়ে অটো ঘুরিয়ে তাঁরা জয়রামপুরের দিকে চলে যান। সেখানে একটি মন্দিরে পুজো দিয়ে মামুদপুরে যাওয়াটা পূর্ব নিধারিত ছিল। কিন্তু পুজো দেওয়ার পরে সোনালির কাছে খবর আসে, মামুদপুরে কয়েকশো মহিলা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে রাস্তায় দাঁড়িয়ে আছেন। এর পরেই জয়রামপুরে কিছুক্ষণ থাকার পরে অসুস্থ বোধ করছেন বলে অটোতে উঠে পড়েন সোনালি। সোনালি বলেন, ‘‘ওই এলাকায় গরমে জলের সমস্যা রয়েছে। লোডশেডিং-সহ নানা সমস্যার কারণে পানীয়জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আমি কেন, স্বয়ং রাষ্ট্রপতিও এর সমাধান করতে পারবেন না।’’
মাস খানেক আগেই সাতগাছিয়ার প্রার্থী সোনালিকে বদলের দাবি তুলে একের পর এক সভা করেছেন নিচুতলার কর্মী ও নেতারা। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশেই
তাঁকে প্রার্থী করা হয়েছে বলে এক বৈঠকে সাফ জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাতে যে লাভ হয়নি, এ দিনের ঘটনাতেই ফের তা প্রমাণিত। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ তৃণমূলকর্মীই এ বার সোনালির প্রচারে নেই। এ দিন কয়েকটি জায়গায় প্রচারের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শুরুতেই গোলমাল। সোনালি অবশ্য বিক্ষোভের বিষয়টি গায়ে মাখছেন না। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষ আমাকে নিজের মনে করেন বলেই নানা সমস্যার কথা জানাচ্ছেন। ওটা বিক্ষোভ নয়।’’