পুলিশ কমিশনারের অপসারণের জোর গুজব শহরে

ঘুষ-কাণ্ডের জেরে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে তাঁর পদ থেকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে বলে বুধবার রাতে জোর গুজব রটে যায়। সেখানেই শেষ নয়, পরবর্তী পুলিশ কমিশনার কে হতে পারেন, তা নিয়েও শহরজুড়ে শুরু হয়ে যায় জল্পনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ২১:২৮
Share:

ঘুষ-কাণ্ডের জেরে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে তাঁর পদ থেকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে বলে বুধবার রাতে জোর গুজব রটে যায়। সেখানেই শেষ নয়, পরবর্তী পুলিশ কমিশনার কে হতে পারেন, তা নিয়েও শহরজুড়ে শুরু হয়ে যায় জল্পনা।

Advertisement

কিন্তু পরে খবর নিয়ে জানা যায়, এ ব্যাপারে নির্বাচন কমিশন বুধবার রাত পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

বিজেপি-র কেন্দ্রীয় দল দিল্লিতে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদীর সঙ্গে দেখা করে। সেখানেই রাজীব কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়। তাঁকে অপসারণের দাবিও জানানো হয়। কলকাতাতেও বিজেপি-র রাজ্য প্রতিনিধিদল মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তের দ্বারস্থ হন তাঁরা। জৈদীর কাছে বিজেপি নেতারা অভিযোগ করেছেন, রাজীবের মতো কিছু পুলিশকর্তা ও আমলা কার্যত তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছেন। তাঁদের দায়িত্ব থেকে না সরালে স্বচ্ছ ও অবাধ ভোট হবে না। কমিশন সূত্রের খবর, সেই অভিযোগের ফাইল নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই কথা নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তকেও জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন- ‘সততার প্রতীককে দেখে সততা শব্দটাকেই সন্দেহ করছেন মানুষ’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement