ভোট প্রচারে আজ, রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খড়্গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমর্থনে সভা করবেন তিনি। বিজেপি সূত্রে খবর, এ দিন বিকেল ৪টের সময় খড়্গপুর শহরের বিএনআর মাঠে ওই সভা হবে। মোদী ছাড়াও থাকার কথা সাংসদ বাবুল সুপ্রিয়, দলের নেতা কৈলাস বিজয়বর্গীয়, সিদ্ধার্থনাথ সিংহের। সভা ঘিরে রেলশহরে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। বিজেপির রাজ্য নেতা প্রভাকর তিওয়ারি বলেন, “নরেন্দ্র মোদী দলের সবথেকে বড় তারকা। আমাদের আশা, সভায় লক্ষাধিক মানুষের ভিড় হবে।”
সিপিএম নেতাকে নিগ্রহ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সিপিএমের এক লোকাল সম্পাদককে মোটরবাইক থেকে ফেলে নিগ্রহের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের পদুমা অঞ্চলের বসহরি গ্রামের ঘটনা। সিপিএমের পদুমা লোকাল সম্পাদক শেখ আলিমুদ্দিনের অভিযোগ, ‘‘আমি তখন দলীয় কাজ সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলাম। পথে হঠাৎই তৃণমূলের চার দুষ্কৃতী গলা ধাক্কা দিয়ে বাইক থেকে ফেলে দেয়। দলীয় কাগজপত্র থাকা ব্যাগও ছিনিয়ে নেয়।’’ ঘটনার পরে পুরো বিষয়টি জানিয়ে তিনি দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই দিন গভীর রাতেই আবার সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিউড়ি ২ ব্লকের বাঁশরা গ্রামে সিপিএম প্রার্থী ধীরেন বাগদির সমর্থনে দেওয়া পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দু’টি ক্ষেত্রেই অভিযোগ মানেনি তৃণমূল।