চোখে ছানি পড়েছে মোদীর: গগৈ

গত কাল পাঁচটি নির্বাচনী জনসভা এবং আজ রাঙাপাড়ায় প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রীর দিকে তোপ দাগেন প্রধানমন্ত্রী। গগৈয়ের বয়স নিয়ে ব্যঙ্গ করেন। অভিনয় করে দেখান, গগৈয়ের অঙ্গভঙ্গী। মোদী এ-ও বলেন, ‘‘নব্বই বছর বয়স হতে চলে গগৈয়ের সঙ্গে তিনি লড়তে চান না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তিতাবর শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০৪:০৭
Share:

মোদী-ময় জনসভা। অসমের রাঙাপাড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে। রবিবার। ছবি: উজ্জ্বল দেব

নরেন্দ্র মোদীর সমালোচনার জবাব দিলেন তরুণ গগৈ।

Advertisement

গত কাল পাঁচটি নির্বাচনী জনসভা এবং আজ রাঙাপাড়ায় প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রীর দিকে তোপ দাগেন প্রধানমন্ত্রী। গগৈয়ের বয়স নিয়ে ব্যঙ্গ করেন। অভিনয় করে দেখান, গগৈয়ের অঙ্গভঙ্গী। মোদী এ-ও বলেন, ‘‘নব্বই বছর বয়স হতে চলে গগৈয়ের সঙ্গে তিনি লড়তে চান না।’’

আজ তিতাবরে ভোট-প্রচারে গিয়ে গগৈ বলেন, ‘‘মোদী খুব ভাল অভিনেতা। চেষ্টা করলে অস্কারও পেতে পারেন। আমার বয়স বেশি হতে পারে, তবু উৎসাহ আর কাজ করার ইচ্ছে যুবকদের মতোই। কিন্তু মোদীর মনে হয় কম বয়সেই চোখে ছানি পড়েছে। তাই রাজ্যের এত উন্নয়ন দেখতে পাচ্ছেন না।’’

Advertisement

গত কাল যোরহাট ও মাজুলি দ্বীপে সভা করেছেন মোদী। দিয়েছেন উন্নয়নের অনেক প্রতিশ্রুতি। এ দিন তিতাবরের সভায় গগৈও নির্বাচনে জিতলে তিতাবর আর মাজুলির জন্য বিশেষ প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি জানান, পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘মোদী আর বিজেপির মিথ্যা আশ্বাস মানুষ বুঝে ফেলেছে। তাই বিহারে ও দিল্লিতে বিজেপি হেরেছে। গুজরাতের পঞ্চায়েত নির্বাচনেও ওঁরা জিততে পারেনি। অসমে বিভিন্ন দলের জোট বানিয়ে লড়াইয়ের আগেই হার নিশ্চিত করে ফেলেছে মোদী শিবির।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী নিজেকে দরিদ্রদের ত্রাতা বলেন, অন্য দিকে কানহাইয়া কুমারদের মতো দরিদ্র পরিবারের ছেলেদের, দলিতদের নিশানা করে তাঁর দল।’’ গগৈয়ের পাল্টা জবাব দিতে এ দিন রাঙাপাড়ায় মোদী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁরা অসমে উন্নয়ন দেখতে পাচ্ছেন না তাঁদের চোখে ছানি পড়েছে। এক দিকে তিনি কাজ করছেন না, অন্য দিকে রাজ্যবাসীকে অপমানও করছেন।’’ প্রধানমন্ত্রী জানান, তাঁর লড়াই গগৈয়ের মতো বৃদ্ধের সঙ্গে নয়, বরং রাজ্যের দারিদ্র্যের সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement