হিংসার প্রতিবাদে পথে বামেরা

ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে পথে নামবে বামফ্রন্ট। ভোট মেটার আগে থেকেই কলকাতা-সহ বিভিন্ন এলাকায় হিংসাত্মক ঘটনা শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৬ ০৩:৪৬
Share:

প্রতিবাদ। যাদবপুর, জেএনইউ কাণ্ড ছাড়াও ভোটের পরে রাজ্যে জুড়ে হয়ে চলা সন্ত্রাসের প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবে বিকাশ ভট্টাচার্য, অশোক গঙ্গোপাধ্যায় এবং আজিজুল হক। — নিজস্ব চিত্র

ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে পথে নামবে বামফ্রন্ট। ভোট মেটার আগে থেকেই কলকাতা-সহ বিভিন্ন এলাকায় হিংসাত্মক ঘটনা শুরু হয়। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু-সহ বাম নেতারা হালিশহর বা বেহালায় আক্রান্তদের বাড়ি গেলেও ভোটের বাজারে বিরোধীরা সংঘবদ্ধ ভাবে পথে নামেনি। সেই তৎপরতাই শুরু হয়েছে বাম শিবিরে। সন্ত্রাসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় অবস্থান-বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে ‘আক্রান্ত আমরা’র তরফে। ওই কর্মসূচিতে হাজির থাকবেন বাম এবং কংগ্রেস নেতারাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement