জিতেন্দ্র তিওয়ারি। ফাইল চিত্র।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বিদায়ী বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে দেওয়া হল ওয়াই-প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সরকারি সূত্রের খবর, হামলায় জীবনহানির আশঙ্কার কারণে নিরাপত্তার প্রয়োজন রয়েছে বিবেচনা করেই তাঁকে দেওয়া হয়েছে এই নিরাপত্তা।
ওয়াই-প্লাস ক্যাটেগরির সুরক্ষা ব্যবস্থা অনুযায়ী কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ১১ জন দেহরক্ষী থাকবেন জিতেন্দ্রর সঙ্গে। আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছেন। তৃণমূলে থাকার সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশ। তৃণমূল ছাড়ার পরে সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়। তিনি এরপর পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন।
প্রাথমিক ভাবে জিতেন্দ্রকে বিজেপি-তে নেওয়ার বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়-সহ স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের একাংশ। শেষ পর্যন্ত বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের হস্তক্ষেপে চলতি মাসের গোড়ায় তিনি বিজেপি-তে যোগ দেন।
ঘটনাচক্রে, এর পরেই কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা মনে করেছে জিতেন্দ্রর নিরাপত্তার প্রয়োজন রয়েছে। তাই ১১ জনকে পাঠানো হয়েছে তাঁর নিরাপত্তার জন্য। বিজেপি-র স্থানীয় নেতা-কর্মীদের একাংশের আপত্তি উড়িয়েই জিতেন্দ্রকে আসানসোলের প্রার্থী করা হতে পারে বলে দলের একটি সূত্রের খবর। প্রসঙ্গত, ডিসেম্বরে বিজেপি-তে যোগাদানের পরেই শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।