West Bengal Assembly Election 2021

প্রার্থিতালিকা ঘোষণার আগেই দেওয়াল লিখন বীরভূমে, বিতর্ক তৃণমূলের অন্দরে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নানুর শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ২১:৪৪
Share:

নানুরের এই দেওয়াল লিখন নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র।

প্রার্থিতালিকা ঘোষণার আগেই তৃণমূলের এক নেতার নামে দেওয়াল লেখা হল বীরভূমে। এ দিকে প্রার্থী নিজেই জানেন না দলের হয়ে বিধানসভা ভোটে লড়তে চলেছেন তিনি। ঘটনাটি নিয়ে ধন্দে পড়েছেন বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্ব। প্রার্থীর নামের তালিকা প্রকাশ হওয়ার আগেই কার নির্দেশে এই দেওয়াল লেখা হল, তা নিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বিষয়টিকে কটাক্ষ করে বলেছে, যে দলে শৃঙ্খলা নেই তারা যে এমন করবে সেটাই তো স্বাভাবিক।

Advertisement

বীরভূমের নানুর বিধানসভার পাড়ুই থানার অন্তর্গত সেহেলায় গ্রামে দেওয়াল লিখন নিয়ে বিতর্কের শুরু। যাঁর নামে এই দেওয়াল লেখা হয়েছে তিনি নানুরের শিক্ষক, তৃণমূল নেতা বিধানচন্দ্র মাঝি। এ ব্যাপারে তাঁর কাছে জানতে চাওয়া হলে, বিধানচন্দ্র বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই, যদি কেউ এ কাজ করে থাকে তা হলে সে ভুল করছে, এ ব্যাপারে আমি ব্যক্তিগত ভাবে জেলা নেতৃত্বকে জানাবো।’’

রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে জল্পনা চলছে গত কয়েকদিন ধরেই। তবে এখনও রাজ্যে প্রার্থীদের নাম ঘোষণা করেনি শাসকদল তৃণমূল। বীরভূম জেলার বিধানসভাতে তো নয়ই। তারপরও কী ভাবে, কার নির্দেশে নানুরের শিক্ষক তথা তৃণমূল নেতা বিধানচন্দ্রের নামে দেওয়াল লেখা হল সেটাই এখন বীরভূমের জেলা নেতৃত্বের কাছে প্রশ্ন। জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিংহ বলেন, ‘‘আমরা বিষয়টি জানি না৷ তবে পুরো ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি জানার চেষ্টাও করছি।’’ নানুরের মণ্ডল প্রেসিডেন্ট শঙখচূড় ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘‘তৃণমূলের কাছে এটাই তো স্বাভাবিক। দলের মধ্যে কোনও শৃঙ্খলা নেই। তাই তারা এমন কাজ করতে পারে। তবে তৃণমূল যাই করুক সাধারণ মানুষ জবাব দেবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement