ঋতব্রতকে হেনস্থার নালিশ

বসিরহাটে রাহুল গাঁধীর সভা থেকে ফেরার পথে সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার বসিরহাটের সভার পর দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে অন্য একটি সভায় যাচ্ছিলেন ঋতব্রত। ভাঙড়ের চন্দনেশ্বরে একটি কর্মিসভা শেষে শাসক দলের কর্মীরা তখন দল বেঁধে ফিরছিলেন।

Advertisement
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৬ ০৩:১৬
Share:

বসিরহাটে রাহুল গাঁধীর সভা থেকে ফেরার পথে সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার বসিরহাটের সভার পর দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে অন্য একটি সভায় যাচ্ছিলেন ঋতব্রত। ভাঙড়ের চন্দনেশ্বরে একটি কর্মিসভা শেষে শাসক দলের কর্মীরা তখন দল বেঁধে ফিরছিলেন। তখনই তাঁর গাড়ি ঘিরে ফেলে কটূক্তি করা হয় বলে ঋতব্রতের অভিযোগ। ঘটনাস্থলে তখন পুলিশ ছিল না। খবর পেয়ে পুলিশের বাহিনী যাওয়ার আগেই যা ঘটার, ঘটে গিয়েছে বলে সিপিএমের অভিযোগ। দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার ঘোষের দাবি, ‘‘পরিকল্পিত আক্রমণ।’’ তবে সিপিএমের অভিযোগ ঠিক নয় বলে পাল্টা দাবি করেছেন ভাঙড়ে তৃণমূল প্রার্থীর নির্বাচনী কমিটির চেয়ারম্যান আরাবুল ইসলাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement