সুজনের মিছিলে হামলা, অভিযোগ মারধরেরও

প্রধান বিরোধী দল সিপিএমের একটি দফতরে ঢুকে প্রচার-লিখনের জন্য অবাধ দেওয়াল ও শিল্পী জোগানোর আশ্বাস দিয়েছিলেন নিউ টাউনের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০৩:৫৬
Share:

প্রধান বিরোধী দল সিপিএমের একটি দফতরে ঢুকে প্রচার-লিখনের জন্য অবাধ দেওয়াল ও শিল্পী জোগানোর আশ্বাস দিয়েছিলেন নিউ টাউনের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত।

Advertisement

খাস কলকাতা মহানগরীতে কিন্তু শাসক দলের তরফে তেমন গাঁধীগিরির প্রমাণ মিলছে না। হচ্ছে বরং উল্টোটাই। দেওয়াল নিয়ে কাজিয়া লেগেই আছে। বাগ্‌বিতণ্ডার গণ্ডি ছাড়িয়ে সেটা পৌঁছে যাচ্ছে বেদম মারধরে। হামলা, হুমকি এবং মারধর চলছে বিরোধী শিবিরের মিছিলেও। ঠিক যেমন হল রবিবার সকাল থেকে সন্ধ্যায়, নগরের উত্তর থেকে দক্ষিণে। এবং সর্বত্রই অভিযোগকারীর ভূমিকায় বিরোধী শিবির আর তাদের কাঠগড়ায় তৃণমূল। সব অভিযোগই যথারীতি অস্বীকার করছে শাসক দল।

দেওয়াল দখলকে ঘিরে রবিবার সকালে কাজিয়া বাধে উত্তরে পাইকপাড়ার গাঙ্গুলিপাড়া লেনে। কথা কাটাকাটি থেকে মারধর। সন্ধ্যায় একই কাণ্ড ঘটে দক্ষিণে যাদবপুরের মুকুন্দপুরে। পাইকপাড়ায় বাম কর্মীরা কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বাম প্রার্থীর পক্ষে একটি দেওয়ালে স্লোগান লিখছিলেন। তখনই তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে কিছু লোক তাঁদের বাধা দেন বলে অভিযোগ। বাম কর্মীরা নিষেধ না-শোনায় তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে থানায় লিখিত অভিযোগে জানানো হয়েছে।

Advertisement

সন্ধ্যায় যাদবপুরের মুকুন্দপুরে একই ধরনের ঘটনায় আঙুল উঠেছে শাসক দলের দিকেই। পুলিশ জানায়, যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে মুকুন্দপুরে মিছিল বেরোয়। তাতে সুজনবাবুও ছিলেন। অভিযোগ, শহিদ স্মৃতি কলোনিতে মিছিল ঢোকার সময় হামলা চালায় তৃণমূল। আহত হন ১১ জন সিপিএম কর্মী। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement