ডেরেকের গ্রেফতারি চেয়ে বিজেপি ফের লালবাজারে

ভোট শেষ। কিন্তু লড়াই শেষ নয়। বিধানসভা ভোট শেষ হওয়ার পরের দিনও গা ঘামাল বিজেপি। জাল ছবি-কাণ্ডে তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েনকে এখনও কেন গ্রেফতার করা হয়নি, সেই প্রশ্ন নিয়ে শুক্রবার ফের লালবাজারে গেলেন বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ০৩:১৫
Share:

ভোট শেষ। কিন্তু লড়াই শেষ নয়। বিধানসভা ভোট শেষ হওয়ার পরের দিনও গা ঘামাল বিজেপি। জাল ছবি-কাণ্ডে তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েনকে এখনও কেন গ্রেফতার করা হয়নি, সেই প্রশ্ন নিয়ে শুক্রবার ফের লালবাজারে গেলেন বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জানিয়ে এলেন, পুলিশ ডেরেককে গ্রেফতার না করলে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে মিষ্টি খাওয়াচ্ছেন— এই ছবি প্রকাশ করে গত ২৩ এপ্রিল বিতর্কে জড়ান ডেরেক। ওই ছবিটি আসলে ফোটোশপ করা ছিল। সেই তথ্য প্রকাশ্যে আসতেই ওই দিনই দুঃখপ্রকাশ করে ডেরেক জানান, ছবিটি তাঁদের ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। এর পরের দিন বিজেপি নেতৃত্ব লালবাজারে এবং কারাট নয়াদিল্লির মন্দির মার্গ থানায় ডেরেকের বিরুদ্ধে এফআইআর করেন। এর পর ২৬ এপ্রিল বিজেপি নেতৃত্ব ফের লালবাজারে গিয়ে অভিযোগ করেন, ওই ফোটোশপ করা ছবি মোটেই শনিবার ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়নি। তার পর ১০ দিনের বিরতি।

ডেরেককে গ্রেফতার করার দাবি নিয়ে এ দিন ফের লালবাজারে যান প্রতাপবাবুরা। পুলিশ কমিশনার সৌমেন মিত্র এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দেবাশিস বড়ালের সঙ্গে দেখা করেন তাঁরা। পরে প্রতাপবাবু বলেন, ‘‘অম্বিকেশ মহাপাত্র একটি ব্যঙ্গচিত্র ফরোয়ার্ড করার দিনই তাঁকে পুলিশ গ্রেফতার করেছিল। তা হলে এ ক্ষেত্রে ১৩ দিন কেটে যাওয়ার পরও কেন পুলিশ ডেরেক ও’ ব্রায়েনকে গ্রেফতার করল না? পুলিশের উপরে কি শাসক দলের কোনও চাপ আছে?’’ প্রতাপবাবুর আরও দাবি, ‘‘পুলিশ কমিশনার আমাদের জানিয়েছেন, পুলিশ কোনও চাপের কাছে মাথা নোয়াচ্ছে না। নিরপেক্ষ ভাবে কাজ করছে।’’ প্রতাপবাবু জানান, ডেরেককে গ্রেফতার করা হবে কি না, তা পুলিশ তাঁদের আগামী সপ্তাহের মধ্যে জানাবে। যদি গ্রেফতার না করে, তা হলে তাঁরা আদালতে যাবেন।

Advertisement

যুগ্ম কমিশনার দেবাশিসবাবু বলেন, ‘‘এ ব্যাপারে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।’’

গোটা ঘটনা সম্পর্কে ডেরেকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আপনাদের যা ইচ্ছে লিখতে পারেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement