জনসভা থেকে প্রকাশ্যে পুলিশকে হুমকি দেওয়া সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? শুভেন্দু অধিকারী প্রসঙ্গেই বা চুপ কেন নির্বাচন কমিশন? প্রশ্ন তুলল রাজ্য বিজেপি। ভোটের পর বেশ কিছু পুলিশকর্তাকে ‘ভুগতে হবে’ বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতে অবিলম্বে মমতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি।
বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর শাস্তির দাবি তুলেছেন বিজেপি নেতারা।
মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে নির্বাচনী জনসভার মঞ্চ থেকে প্রকাশ্যে পুলিশকে হুমকি দেন। ভোটের দিন কড়া পদক্ষেপ নেওয়া, ভোটগ্রহণের আগের সন্ধ্যা থেকে ১৪৪ ধারা জারি করে দেওয়া, বিভিন্ন এলাকায় তল্লাশি এবং ধরপাকড় চালানোর বিরুদ্ধে সে দিন সুর চড়িয়েছিলেন মমতা। পুলিশের বেশ কিছু কর্তাকে এর ফল ভুগতে হবে বলেও তিনি সে দিন হুমকি দেন।
আরও পড়ুন:
মমতার হুমকির জেরে জেদ বাড়ছে উর্দির
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ উঠেছে। মঙ্গলবারই সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেছিলেন, ১ মে গভীর রাতে পাঁশকুড়া বনমালী কলেজে পূর্ব মেদিনীপুরের ৭টি থানার ওসি-কে নিয়ে তমলুকের সাংসদ তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী শুভেন্দু বৈঠক করেছেন। কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় রাখার ছক কষা হয়েছে বলে সূর্যবাবু অভিযোগ করেন।
বিজেপি নেতারা বুধবার নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ জানিয়েছেন। অবিলম্বে তাঁদের শাস্তির দাবিও তোলা হয়েছে বিজেপির তরফে।