উত্তরপাড়া হাসপাতালে কাঞ্চন মল্লিক। —নিজস্ব চিত্র
দেওয়াল লিখন ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল হুগলির উত্তরপাড়া বিধানসভা এলাকার কোন্নগরে। তৃণমূলের দখলে থাকা দেওয়ালে বিজেপি প্রচার চালানোয় তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। আহত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তন্ময় দেব।
মারধরের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তন্ময়কে দেখতে হাসপাতালে যান তৃণমূলের উত্তরপাড়ার প্রার্থী কাঞ্চন মল্লিক। ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, কোন্নগরের ১২ নং ওয়ার্ডের ক্ষুদিরাম সরণীতে একটি দেওয়াল তৃণমূল আগে থেকেই দখল করে রেখেছিল। কিন্তু রবিবার সেই দেওয়ালে বিজেপি লিখে দেয়। সন্ধ্যায় তা দেখতে পেয়ে বিজেপির কর্মীদের কাছে এ নিয়ে প্রতিবাদ করেন। তন্ময়ের অভিযোগ, এর পরেই তাঁকে ৪-৫ জন মিলে মারধর করেন। রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ তাঁর। তাঁর মাথা ফেটে যায়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। রাতের দিকে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ।
অন্য দিকে মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপি-র শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু বলেন, ‘‘বিজেপির কর্মী-সমর্থকরা অনুমতি নিয়ে দেওয়াল লিখছিলেন। তখন তন্ময় সেখানে গিয়ে তাঁদের হুমকি দেন, ধাক্কাধাক্কি করেন। কেউ মারধর করেনি। সব মিথ্যা অভিযোগ।’’