Prashant Kishor

WB election: কোন বুথে কত ‘মার্জিন’, সমীক্ষায় পিকের দল

এ বার বুথ ধরে ধরে সমীক্ষা শুরু করল টিম পিকে। সেই কাজ দলের নেতাদের দিয়েই করানো হচ্ছে। বুথের মোট ভোটারদের কতটা কোন দল পাবে, সম্ভাব্য সেই তালিকা তৈরি করে দ্রুত জমা দিতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ০৮:০১
Share:

এ বার বুথ ধরে ধরে সমীক্ষা শুরু করল টিম পিকে —ফাইল চিত্র

এ বার বুথ ধরে ধরে সমীক্ষা শুরু করল টিম পিকে। সেই কাজ দলের নেতাদের দিয়েই করানো হচ্ছে। বুথের মোট ভোটারদের কতটা কোন দল পাবে, সম্ভাব্য সেই তালিকা তৈরি করে দ্রুত জমা দিতে বলা হয়েছে। আর পিকের এমন ‘নির্দেশ’ মানতে দোলাচালে পড়েছেন নেতারা।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক বুনিয়াদপুরের একটি ওয়ার্ডের নেতা বলেন, ‘‘পিকের টিম অদ্ভুত অদ্ভুত কাজ করতে বলছে। বুথের সমস্ত ভোটার ধরে এখন হিসেব দিতে হবে। আমরা কত ভোট পাব, বিরোধীরা কত পাবে। যারা আমাদের ভোট দেবে না বলে আমাদের ধারণা সেই ‘সন্দেহজনক’ ভোটের খাতায় ফেলা হচ্ছে।’’ সূত্রের খবর, এই নির্বাচনে জিততে ইঞ্চি ইঞ্চি বুঝে রণকৌশল সাজাচ্ছেন পিকে। ভোটের আগেই দল কত ভোট পেতে পারে তার আভাস নিতেই এই সমীক্ষা।

সমীক্ষার ফলাফল তুলনা করে কোন বুথে তৃণমূলের লিড থাকবে, কোন বুথে দল পিছিয়ে আছে তার ধারণা পেতে চাইছেন তারা। তারপর সেই অনুযায়ী বুথে বুথে প্রচারের কৌশল তৈরি করা হবে। চলতি সপ্তাহের মধ্যেই সেই কাজও সেরে ফেলতে চাইছেন পিকে। তাই নেতাদের ধরে ধরে বুথের হিসেব নেওয়া হচ্ছে। কী ভাবে সমীক্ষা হচ্ছে? সূত্রের খবর, যেহেতু বুথের নেতারা এলাকার প্রতিটি বাসিন্দাকেই চেনেন।

Advertisement

কোন বাসিন্দা কোন দল করেন, কোন বাসিন্দা ফ্লোটিং ভোটার তার খোঁজ তাদের কাছেই আছে। তাই বুথের নেতাদের উপরেই এই সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। নেতাদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে। সেই সময় পরে বুথের খসড়া তালিকা নেওয়া হচ্ছে। সেখানেই উল্লেখ থাকছে কোন বাসিন্দা কাকে ভোট দেবেন বলে সেই নেতার ধারণা এবং সেই হিসেবে সংশ্লিষ্ট বুথে কোন দল কত ভোট পেতে পারে।

এমন কাজ পেয়ে তাই কালঘাম ছুটেছে নেতাদের। দায়িত্বপ্রাপ্ত নেতারা তাই নিজের ‘পারফরম্যান্স’ ভাল দেখাতে এই হিসেবে ‘জল’ও মেশাচ্ছেন বলে খবর। এদিকে, পিকের টিমও কম যায় না। এমনটা হতে পারে আঁচ করে বুথের একজন নেতার উপরে ভরসা করছেন না তারা। একেক বুথে তাই তিন-চারজন নেতাকে দিয়ে আলাদা আলাদা সমীক্ষা করে বাস্তব চিত্র বুঝতে চাইছেন তারা। এই সমীক্ষার তুলনা করার পরে ‘দুর্বল’ বুথের জন্য আলাদা প্রচার, কর্মসূচি নিয়ে ময়দানে ঝাঁপাতে চাইছেন তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement