BJP

WB Election: দিলীপের রোড শো শেষে অশান্তি, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার বর্ধমান

মঙ্গলবার বিকেলে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে দিলীপ ঘোষের রোড শো ছিল শহরের পাওয়ার হাউস পাড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ২২:০৯
Share:

নিজস্ব চিত্র

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোড শো-এর পর অশান্তি বাঁধল বর্ধমানে। অভিযোগ, তৃণমূলও বিজেপি— দু’পক্ষের সমর্থকরাই একে উপরের উপর হামলা চালিয়েছেন। তৃণমূলের অভিযোগ, তাদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। পাল্টা বিজেপি-র দাবি, তাদের মিছিলে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

Advertisement

মঙ্গলবার বিকেলে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে দিলীপ ঘোষের রোড শো ছিল শহরের পাওয়ার হাউস পাড়ায়। রোড শো-এর শেষ দিকে দিলীপ ঘোষের কনভয় বেরিয়ে যাওয়ার পরেই হঠাৎ উত্তেজনা ছড়ায় রসিকপুরে। তৃণমূলের একটি ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার পর হঠাৎই গলির ভিতর থেকে ইট-পাটকেল ছোড়া শুরু হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ইটবৃষ্টি শুরু হয়। পুলিশের সামনেই রণক্ষেত্রের চেহারা নেয় রসিকপুর। এর মধ্যে তৃণমূলের একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেও বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশের সঙ্গে যৌথ ভাবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তত ক্ষণে অবশ্য গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে দিলীপ বলেন, ‘‘এখানে এক সময়ে সিপিএম রাজত্ব করেছে। এখন তৃণমূল চাইছে রাজত্ব করতে। কিন্তু এখানকার মানুষ তা সহ্য করবে না। আগে সিপিএম মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চেয়েছিল। এ বার তৃণমূলও তাই করতে চাইছে।’’ কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী আছে, এ কথা বলে দিলীপ বর্ধমানের বাসিন্দাদের কাছে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

Advertisement

সন্দীপের অভিযোগ, ‘‘আমাদের নেতা দিলীপ ঘোষের শান্তিপূর্ণ রোড শো হচ্ছিল। কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকেরা রোড শো-এর শেষ দিকে হামলা করে। কিন্তু এ ভাবে বিজেপি-কে আটকানো যাবে না।’’

বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ তুলে ‘প্রতিবাদে’ রাস্তায় নামে তৃণমূল। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। তৃণমূল নেতা আবদুল রবের অভিযোগ, ‘‘বিজেপি কর্মী সমর্থকেরা রোড শো থেকে হামলা চালায়। তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। তার পর আমাদের দলীয় কার্যালয়ে হামলা করা হয়। ভাঙচুর চালানো হয়। সব কিছুই হয় পুলিশের সামনে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement