Murshidabad

Bengal Polls: বড়ঞা বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিল মিম, দাঁড়ালেন প্রাক্তন তৃণমূল নেতা ষষ্ঠীচরণ মাল

২০১৬ সালে তৃণমূলের হয়ে এই বিধানসভা থেকেই তিনি লড়েছিলেন। তবে সে বারে জিততে পারেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বড়ঞা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৮:২১
Share:

নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলায় ১৩টি আসনে লড়াই করার কথা আগেই ঘোষণা করে দিয়েছিল আসাদউদ্দিন ওয়েইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। ইতিমধ্যেই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আসাদউদ্দিন ওয়েইসি সভা করেছেন। দু’টি বিধানসভা আসনে তাঁর দলের প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি আসনে প্রার্থী দেওয়া কথাও ঘোষণা করেন তিনি। সেই ঘোষণা অনুসারেই বড়ঞা বিধানসভা কেন্দ্রে মিমের হয়ে লড়াই করছেন ষষ্ঠীচরণ মাল।

Advertisement

২০১৬ সালে তৃণমূলের হয়ে এই বিধানসভা থেকেই তিনি লড়েছিলেন। তবে সে বারে জিততে পারেননি। কংগ্রেস বিধায়ক প্রতিমা রজকের কাছে পরাজিত হন। সম্প্রতি বড়ঞার আন্দি গ্রামে বিজেপির পরিবর্তন যাত্রায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সঙ্গে দেখা যায় তাঁকে। তার পর জোর জল্পনা তৈরি হয়েছিল, তিনি বিজেপি-তে যোগদান করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত মিম-এ যোগ দেন ষষ্ঠী।

একদা তৃণমূলের এই দাপুটে নেতা জেলা তৃণমূল কমিটির সদস্য-সহ ব্লক তৃণমূল কমিটির চেয়ারম্যান পদে ছিলেন। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বিপুল ক্ষোভ প্রকাশ করেন ষষ্ঠীচরণ। তারপরই সোমবার বড়ঞাতে সাংবাদিক বৈঠকে তিনি জানান, এ বার বিধানসভা নির্বাচনে তিনি মিম-এর হয়ে ভোটে লড়াই করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement