Mamata Banerjee

WB Election: নন্দীগ্রামে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন দেখুন এক নজরে

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৯:০৪
Share:
Advertisement

আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। এই দফায় জঙ্গলমহলের তিন জেলা— পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভোট রয়েছে মোট ২৭টি আসনে। পাশাপাশি এই দফায় ভোট হবে দক্ষিণ ২৪ পরগনার ৪টি আসনে।

দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের শেষ লগ্নে তাই নিজেদের শক্তি উজাড় করে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই দফায় ভোট হবে এ বারের নির্বাচনের সবচেয়ে ‘হাই ভোল্টেজ’ কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। যে কেন্দ্র এ বার নির্বাচনের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রেই এক দিকে প্রার্থী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, তাঁরই প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি-র প্রার্থী শুভেন্দু অধিকারী। দ্বিতীয় দফার ভোটের আগে তাই গত কয়েক দিন ধরে পূর্ব মেদিনীপুরের নানা প্রান্তে প্রচার চালিয়েছেন দু’জনেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement