Cancer

ডাক্তার ঘরনির ধমক খেয়েই সিধুর ডিগবাজি? হলুদ, নিমপাতা ডায়েটে ক্যানসার সারানোর করেছিলেন দাবি

গত ২১ নভেম্বর সিধু সাংবাদিকদের সামনে দাবি করেন, তাঁর স্ত্রী ক্যানসারের চতুর্থ পর্যায়ের সঙ্গে লড়াই করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। কৃতিত্ব দিয়েছিলেন ডায়েট এবং উপোসকে।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৬:৪৭
Share:
Advertisement

ক্যানসারের কোষকে খেতে না দিলে তার মৃত্যু হয়! সঠিক ডায়েট এবং নিয়ম মেনে উপোস করেই তা সম্ভব। উদাহরণ হিসেবে কর্কট রোগের চতুর্থ পর্যায়ের সঙ্গে লড়াই করে জয়ী হওয়া নিজের স্ত্রীকে দেখিয়ে সম্প্রতি এই মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন পঞ্জাবের কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু। তার পর চিকিৎসককুলের সম্মিলিত আক্রমণের মুখে পড়ে শেষ পর্যন্ত ঢোঁক গিলতে বাধ্য হলেন। স্ত্রীকে পাশে নিয়ে ভিডিও-বিবৃতি জারি করে বললেন, শুধু ডায়েট আর উপোস নয়, নভজ্যোৎ কউর সুস্থ হয়েছেন ডাক্তারদের কড়া নজরদারিতে থেকেই। বিস্তৃত চিকিৎসা পদ্ধতির একটি অংশ ছিল ডায়েট আর উপোস, এর বেশি কিছু না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement