CPIM

West Bengal Polls 2021: মে দিবসের কর্মসূচিতে বদল! কোভিডকালে জন পরিষেবায় জোর সিপিএমের

ওই দিনটিকে কোভিড সংক্রমণের পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য উৎসর্গ করতে চান রাজ্য সিপিএমের নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১২:১৬
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

করোনা ভাইরাসের সংক্রমণের জেরে এবার মে দিবসের কর্মসূচিতে বিস্তর বদল আনল সিপিএম। শনিবার মে দিবস। পরদিন, রবিবার ২ মে বিধানসভা নির্বাচনের গণনা এবং ফলপ্রকাশ। কিন্তু গণনা পর্ব সরিয়ে ওই দিনটিকে কোভিড সংক্রমণের পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য উৎসর্গ করতে চান রাজ্য সিপিএমের নেতারা।

Advertisement

দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই দিনটিকে ‘শ্রমিক দিবস’ হিসেবে পালন করেন রাজ্যের বাম নেতারা। ওই দিনটিতে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু রাজ্যের বিভিন্ন প্রান্তে জমায়েত, রক্তদান শিবির, প্রচারসভা, আলোচনাচক্র-সহ একাধিক কর্মসূচি নেয়। কিন্তু কোভিড পরিস্থিতি বিপজ্জনক আকার নেওয়ায় রাজ্যে ওই দিন জনস্বাস্থ্য কর্মসূচি নিয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম-সহ সংযুক্ত মোর্চা। ১ মে ‘মে দিবসে’ কলকাতা-সহ সারা রাজ্যে বিকেন্দ্রীকৃতভাবে কোভিড সচেতনতা প্রসারের কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন সংযুক্ত মোর্চার তরফে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছেন, ‘‘১ মে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলায় জেলায় কোভিড সচেতনতা প্রসারের কর্মসূচি পালিত হবে। জনগণকে সাহায্যের জন্য জেলায় জেলায় হেল্প লাইন চালুর উদ্যোগও নেওয়া হবে।’’ যদিও রাজ্য সিপিএমের শাখা সংগঠনের পক্ষ থেকে বেশকিছু হেল্প লাইন ইতিমধ্যেই খোলা হয়েছে। দলীয় স্তরে পর্যালোচনা করে সিপিএম নেতৃত্ব জেনেছেন, এমন কঠিন পরিস্থিতিতে অতিরিক্ত হেল্প লাইন নম্বর চালু করলে সাধারণ মানুষের সুবিধা হয়। তাই মে দিবসের দিনটিতেই নতুন আপৎকালীন নম্বর চালু করতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট।
সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেছেন, ‘‘কোভিড সংক্রমণের পরিস্থিতিতে শ্রমিক শ্রেণির কাঁধে বড়সড় দায়িত্ব রয়েছে। চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি এখন অক্সিজেনেরও অভাব দেখা দিয়েছে। আমরা আহবান করব, যে সমস্ত জায়গায় অক্সিজেন উৎপাদনের কাজ হয়, সেখানে ১ মে শ্রমিক শ্রেণি তিন শিফ্‌টে কাজ করে অতিরিক্ত অক্সিজেন উৎপাদন করে এই সময়ে মানুষকে পরিষেবা দিন। সেটাই হবে আমাদের কাছে প্রকৃত অর্থে মে দিবস।’’ সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর পাশাপাশি ছাত্র ও যুব সংগঠনও কোভিড সংক্রমণের পরিস্থিতিতে পরিষেবা দিতে সরাসরি ময়দানে নেমেছে। যে সমস্ত জায়গায় ভোট পর্ব মিটে গিয়েছে, সেখানে ইতিমধ্যেই দলের সমস্ত শাখা সংগঠনকে এই অতিমারীর পরিস্থিতিতে ময়দানে নেমে কাজ করতে নির্দেশ দিয়েছে মুজফফর আহমেদ ভবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement