বেলেঘাটা, এন্টালিতে তাণ্ডব, সন্ত্রাসের অভিযোগ বেলগাছিয়াতেও

বেলেঘাটা, এন্টালি, কাশীপুর-বেলগাছিয়া— কলকাতার এই তিন কেন্দ্রে সকাল থেকে ভোট লুঠের মেজাজে শাসক দল। ভোট শুরুর আগে থেকেই শুরু অশান্তি। কোথাও বুথে ঢুকতে বাধা বাম এজেন্টকে, কোথাও মারধর, কোথাও বুথে যাওয়ার পথে রাস্তা আটকে বাড়িতে ফেরত পাঠানো হল ভোটারকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ১০:৪৩
Share:

তখনও রাজপথে পড়ে রয়েছেন সংবাদ মাধ্যমের আহত কর্মী।— নিজস্ব চিত্র।

বেলেঘাটা, এন্টালি, কাশীপুর-বেলগাছিয়া— কলকাতার এই তিন কেন্দ্রে সকাল থেকে ভোট লুঠের মেজাজে শাসক দল। ভোট শুরুর আগে থেকেই শুরু অশান্তি। কোথাও বুথে ঢুকতে বাধা বাম এজেন্টকে, কোথাও মারধর, কোথাও বুথে যাওয়ার পথে রাস্তা আটকে বাড়িতে ফেরত পাঠানো হল ভোটারকে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অবশ্য সক্রিয় সকাল থেকেই। ভোটে গোলমাল পাকানোর অভিযোগে শুধু কলকাতাতেই ধৃত ১১।

Advertisement

বেলেঘাটার গুরুদাস কলেজের কাছে এবং দেশবন্ধু গার্লস স্কুলের বুথে সকাল থেকেই অশান্তি চলছিল। বেলেঘাটা মেইন রোড এবং আশপাশের প্রায় সব গলিতে তৃণমূল অবৈধ জমায়েত করেছে বলে অভিযোগ। বাড়ি থেকে বেরনোর সময়ই বাধা দেওয়া হচ্ছে অনেক ভোটারকে। অনেককে মাঝপথ তেকে ফেরত পাঠানো হয়েছে। অনেকে ভোট না দিয়ে বাড়ি ফিরতে না চাওয়ায় ভোটার পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে।

আরও খবর
চড়ছে পারদ, ভোট দিন তাই সকাল সকাল

Advertisement

কেন্দ্রীয় বাহিনী মাঝেমধ্যেই টহলদারিতে নামছে বেলেঘাটার বিভিন্ন এলাকায়। একাধিক বার তৃণমূলের জমায়েত হঠিয়ে দিয়েছে বাহিনী। তবে বাহিনী ফিরে গেলেই, ফিরে আসছে দুষ্কৃতীরা। সংবাদমাদ্যমের এক প্রতিনিধিকেও এ দিন বেধড়ক মারধর করা হয়েছে বেলেঘাটাতে।

এন্টালিতেও সকাল থেকেই গোলমাল শুরু হয়েছে বিবিন্ন বুথে। ভোট শুরুর পরেই এন্টালির তিনটি বুথ থেকে সিপিএম এজেন্টকে বার করে দেওয়ার খবর আসে। সিপিএম প্রার্থী দেবেশ দাস সেই বুথে গেলে তাঁর উপরেই চড়াও হন তৃণমূলের পোলিং এজেন্টরা। নিজের এজেন্টদের বুথে ফেরাতে পারেননি দেবেশ।

দেখুন ভিডিও

কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিভিন্ন এলাকাতেও সন্ত্রাস তৈরির চেষ্টা হয়েছে। ভোট শুরুর পরই জানা যায়, পাঁচটি বুথে ঢুকতে দেওয়া হয়নি সিপিএমের পোলিং এজেন্টদের। পুলিশের হস্তক্ষেপে তাঁরা বুথে ঢোকেন।

ভোটারদের প্রভাবিত করা এবং ভুয়ো ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ১১ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে আরও ৪ জনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement