কমিশনকে বুড়ো আঙুল, বক্তব্যে অনড় অভিষেক

রবিবার সাংসদ তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক পশ্চিম মেদিনীপুরে পরপর দু’টি সভা করেন। প্রথমটি চন্দ্রকোনা রোডের স্টেশনপাড়া মাঠে, শালবনির প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে। দ্বিতীয় সভাটি হয় কেশপুর হাইস্কুল মাঠে দলীয় প্রার্থী শিউলি সাহার সমর্থনে। দু’টি সভাতেই তিনি সিপিএম-কংগ্রেসের জোটকে হুঁশিয়ারি দিয়ে ফের বলেন, “বুক ঠুকে বলে যাচ্ছি, আপনারা যে পথ দেখিয়েছেন সেই পথেই চলব। ১৯ মে‌-র পর ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব আপনাদের।” সেই সঙ্গে জোট প্রসঙ্গে আরও একবার বলে বসেন ‘দাদা-বৌদির বিয়ে’, ‘কলঙ্কিত সন্তানের জন্ম’ ইত্যাদি।

Advertisement

অভিজিৎ চক্রবর্তী

ঘাটাল শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০১:৪৬
Share:

শ্রীকান্ত মাহাতোর সমর্থনে সভা অভিষেকের। ছবি: কৌশিক সাঁতরা।

নির্বাচন কমিশনে অভিযোগ হয়েছে আগেই। তবু নিজের বক্তব্যে অনড় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

রবিবার সাংসদ তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক পশ্চিম মেদিনীপুরে পরপর দু’টি সভা করেন। প্রথমটি চন্দ্রকোনা রোডের স্টেশনপাড়া মাঠে, শালবনির প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে। দ্বিতীয় সভাটি হয় কেশপুর হাইস্কুল মাঠে দলীয় প্রার্থী শিউলি সাহার সমর্থনে। দু’টি সভাতেই তিনি সিপিএম-কংগ্রেসের জোটকে হুঁশিয়ারি দিয়ে ফের বলেন, “বুক ঠুকে বলে যাচ্ছি, আপনারা যে পথ দেখিয়েছেন সেই পথেই চলব। ১৯ মে‌-র পর ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব আপনাদের।” সেই সঙ্গে জোট প্রসঙ্গে আরও একবার বলে বসেন ‘দাদা-বৌদির বিয়ে’, ‘কলঙ্কিত সন্তানের জন্ম’ ইত্যাদি।

চন্দ্রকোনা রোডে স্টেশনপাড়া মাঠে ঠা ঠা রোদেও নেতার কথা শুনছিলেন প্রায় হাজার চারেক মানুষ। মঞ্চের একেবারে নীচেই ছিলেন দলীয় কর্মীরা। অভিষেকের ‘কু-কথা’ শুনে তাঁদের চোখেমুখেও ফুটে উঠেছে অস্বস্তি। দু’একজন বলেছেন, ‘‘এ সব বাজে কথা না-বললেও চলত। মহিলারা রয়েছেন এখানে।’’ অনেকে আবার বলেছেন, ‘‘আবার এ সব। কে জানে কী হয়?’’

Advertisement

এ দিন চন্দ্রকোনা রোডের সভায় প্রার্থীর হয়ে বিশেষ কোনও কথা অবশ্য বলেননি সাংসদ। সেই একই ভাষায় ভোট ভিক্ষা, “আপনারা ভোটটা শ্রীকান্ত মাহাতোকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন।” সভা শেষ করে প্রার্থীর পিঠে হাত দিয়ে মঞ্চ ছাড়েন যুবরাজ।
(সহ-প্রতিবেদন: সুমন ঘোষ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement