একা লাল

লড়াইটা সহজ ছিল না মোটেই। কিন্তু, তিনিও যে লড়াই ছাড়ার পাত্রী নন, প্রমাণ করলেন সিপিএমের রমা বিশ্বাস। তৃণমূলের এই ভরা বাজারে ডাকসাইটে প্রার্থী তথা বিদায়ী বিধায়ক আবীর রঞ্জন বিশ্বাসের কাছ থেকে রানাঘাট দক্ষিণ আসনটি ছিনিয়ে নিলেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ২০ মে ২০১৬ ০১:১৯
Share:

বিজয়মিছিলে শঙ্কর সিংহ ও রমা বিশ্বাস। — নিজস্ব চিত্র

লড়াইটা সহজ ছিল না মোটেই। কিন্তু, তিনিও যে লড়াই ছাড়ার পাত্রী নন, প্রমাণ করলেন সিপিএমের রমা বিশ্বাস। তৃণমূলের এই ভরা বাজারে ডাকসাইটে প্রার্থী তথা বিদায়ী বিধায়ক আবীর রঞ্জন বিশ্বাসের কাছ থেকে রানাঘাট দক্ষিণ আসনটি ছিনিয়ে নিলেন তিনি। জেলায় বাম-ব্রত রক্ষার সাংবিধানিক দায়িত্ব এখন তাঁর কাঁধে। এর আগে জেলা পরিষদের সভাধিনেত্রীর দায়িত্ব সামলেছেন। প্রশাসনিক কত্রী হিসেবে তাঁর মুন্সিয়ানার কথা স্বীকার করে বিরোধীরাও। জেলায় তাবড় বাম প্রার্থীরা যখন ধরাশায়ী, জেতা আসন যখন
হাতছাড়া হচ্ছে, তখন রমার এই জয় আলাদা করে নজর কাড়ে বইকি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement