West Bengal Assembly Election 2021

Bengal polls: পদ্মের কর্মী বিক্ষোভ সামলাতে আসরে লকেট, চুঁচুড়ায় বৈঠক সেরে দ্বন্দ্ব মিটে যাওয়ার দাবি

লকেট চট্টোপাধ্যায়ের নাম চুঁচুড়ার প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ায় ক্ষোভ শুরু হয়। দল ছাড়েন হুগলি বিজেপি-র প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৮:২৭
Share:

চুঁচুড়ায় বিজেপি কর্মীদের নিয়ে বৈঠকে লকেট চট্টোপাধ্যায়।

বিজেপি-র তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থিতালিকা গত রবিবার প্রকাশ হওয়ার পরেই প্রার্থী পছন্দ না হওয়ায় বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। প্রথম দিনই বিক্ষোভ দেখা গিয়েছিল হুগলিতে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম চুঁচুড়ার প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ করে দল ছাড়েন হুগলি বিজেপি-র প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগ। হুগলিতে একাধিক কেন্দ্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে লকেটের ভূমিকা রয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করে গেরুয়া শিবিরের একাংশ। বিক্ষোভ সামাল দিতে এবার আসরে নামলেন খোদ লকেট।

Advertisement

চুঁচুড়ায় লকেটের নাম ঘোষণা হওয়ার পরে তিনি এখনও মনোনয়ন জমা দিতে পারেননি। বিক্ষোভের জেরে প্রচারও শুরু করে উঠতে পারেননি। বুধবার চুঁচুড়া স্টেশন রোড ও ব্যান্ডেলে বিজেপি কর্মীদের নিয়ে দুটি বৈঠক করেন লকেট। বৈঠকে সবাইকে একসঙ্গে মিলে লড়াই করার বার্তা দিয়েছেন বিজেপি প্রার্থী।

দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে লকেট চট্টোপাধ্যায়।

বৈঠক শেষে লকেট বলেন, “আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। বেচারাম মান্নার লোকজন সিঙ্গুর থেকে এসে গোলমাল পাকিয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে। আমাদের বড় পরিবার। তাই অনেকের মনে হয়েছিল প্রার্থী হবেন। নাম ঘোষণার পরে তাই মান অভিমান হয়েছিল। তাতে তৃণমূল ইন্ধন দিয়েছে।”

Advertisement

এই গোলমালের কোনও প্রভাব প্রার্থী বাছাইয়ে কিংবা প্রচারে পড়বে না বলেই স্পষ্ট করেছেন লকেট। তিনি বলেন, “কোনও প্রার্থী বদল হবে না। আগামী দিনে বিজেপি সরকার গড়বে। হুগলির মানুষই তার রাস্তা দেখাবেন। তৃণমূলের প্রার্থীরা দুর্নীতির সঙ্গে যুক্ত। আমাদের কর্মীদের মধ্যে সামান্য ক্ষোভ থাকলেও নির্বাচনে তার কোনও প্রভাব পড়বে না। সবাই এক হয়ে লড়াই করব। চুঁচুড়া কেন্দ্রে ১ লাখ ভোটে জিতব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement