Lok Sabha Election 2024

তৃণমূলের আঁকা ব্যঙ্গচিত্র নিয়ে বিতর্ক উলুবেড়িয়ায়

বিজেপির অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। মহিলার শাড়ি এবং হাওয়াই চটি এঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ০৯:২১
Share:

বিজেপির দেওয়াল লিখন উলুবেড়িয়ায়। নিজস্ব চিত্র।

তৃণমূলের একটি ব্যঙ্গচিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের চণ্ডীপুরে। এখানকার মহিষরেখা সেতুর কাছে একটি দেওয়ালে আঁকা ওই চিত্র নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফে। তাদের অভিযোগ, ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অসম্মান করা হয়েছে।

Advertisement

কী রয়েছে ওই ব্যঙ্গচিত্রে?

দেওয়ালে আঁকা কার্টুনে দেখা যাচ্ছে, দাড়িওয়ালা এক ব্যক্তির মাথার উপরে এক মহিলার চটি পরা পা। মহিলার পরণে নীল পাড় সাদা শাড়ি। অস্বস্তিকর অবস্থায় দাড়িওয়ালা ব্যক্তি হাত দিয়ে চোখ ঢাকছেন। পাশে অন্য এক ব্যক্তিকে আঁকা হয়েছে পালানোর ভঙ্গিতে। সঙ্গে লেখা, ‘স্বচ্ছ ভারত অভিযানের শেষ ধাপ, লোকসভা নির্বাচনে বিজেপি সাফ।’

Advertisement

বিজেপির অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। মহিলার শাড়ি এবং হাওয়াই চটি এঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হয়েছে। বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী বলেন, ‘‘যে ভাবে প্রধানমন্ত্রীর মাথার উপরে মুখ্যমন্ত্রীর চটি পরা পায়ের ছবি আঁকা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। তৃণমূলের সংস্কৃতি বলতে কিছু নেই। শিষ্টাচারও জানে না। তাই এমন চিন্তাভাবনা।’’ অরুণের বক্তব্য, ‘‘স্বচ্ছ ভারত অভিযান প্রধানমন্ত্রীর একটি সফল প্রকল্প। পরিবেশকে সুস্থ রাখার জন্য এই প্রকল্প শুরু হয়েছে। সেই প্রকল্পকেও ব্যঙ্গ করতে ছাড়ছে না তৃণমূল।’’

উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল সভাপতি দুলাল কর অবশ্য বলেন, ‘‘বিষয়টি জানা নেই। যাঁরা দেওয়াল লিখছেন, তাঁদের
থেকে খোঁজ নিয়ে জানতে হবে কী ধরনের কার্টুন আঁকা হয়েছে
দেওয়ালে। বিজেপির থেকে শিষ্টাচার শিখতে হবে না!’’

ভোটে নেতানেত্রীদের নিয়ে ব্যঙ্গচিত্র নতুন নয়। অনেক সময়ে আঁকার সঙ্গে ছড়া লেখা হয়। বহু ক্ষেত্রেই মানুষ তা উপভোগ করেন। তবে তা নিয়ে সচরাচর এ ধরনের অভিযোগ ওঠে না বলে জানাচ্ছেন জেলার প্রবীণ মানুষজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement