(বাঁ দিকে) মুকুল সাংমা এবং জ়েনিথ সাংমা। ছবি: সংগৃহীত।
লোকসভা ভোটে মেঘালয়ের তুরা আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার ভাই জ়েনিথ। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তরফে এ কথা জানানো হয়েছে। জ়েনিথ মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের প্রভাবশালী নেতা এবং প্রাক্তন বিধায়ক।
১৯৯৮ থেকে টানা পাঁচ বার কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছেন মুকুল। ২০০৯ সালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং ২০১০ সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কংগ্রেস বিধায়ক তথা বিরোধী দলনেতা থাকাকালীন ২০২১ সালের নভেম্বরে ১১ জন বিধায়ক নিয়ে তিনি তৃণমূলে যোগ দেন। তার পরেই বাংলার শাসকদল তৃণমূল মেঘালয়ে প্রধান বিরোধী দল হয়েছিল।
গত বছরের বিধানসভা ভোটে মুকুলের নেতৃত্বে লড়েই সে রাজ্যে পাঁচটি বিধানসভা আসনে জিতেছিলেন জোড়াফুলের প্রার্থীরা। দু’বারের মুখ্যমন্ত্রী মুকুলের পাশাপাশি তাঁর মেয়ে মিয়ানি ডি শিরা, চিকিৎসক মিজ়ানুর রহমান কাজি, রূপা এম মারাক জিতেছিলেন গারো পাহাড় অঞ্চল থেকে। খাসি পাহাড় থেকে তৃণমূলের একমাত্র চার্লস পিংরোপ জেতেন। মূলত গারো পাহাড় এলাকা নিয়েই তুরা লোকসভা কেন্দ্রটি গঠিত। সেখানে এ বার জয়ের আশা করছে তৃণমূল।