Lok Sabha Election 2024

চাকরি ছেড়ে নির্বাচনে, কমিশনের নজরে বকেয়া

কিছুদিন আগেই আইপিএস-এর চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন প্রসূণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রার্থীও করেছে শাসক দল তৃণমূল। স্বেচ্ছাবসর প্রক্রিয়া দ্রুততম গতিতে সেরে প্রসূণকে সবুজ সঙ্কেত দিয়েছিল নবান্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০৭:৪০
Share:

জাতীয় নির্বাচন কমিশন। — ফাইল চিত্র।

ভোটে প্রার্থীদের জন্য আগেই একাধিক বিধি স্থির করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এ বার সরকারি চাকরি ছেড়ে যাঁরা ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছেন, সরকারের কাছে তাঁদের বকেয়া সংক্রান্ত বিষয়গুলি ভাল করে খতিয়ে দেখার নির্দেশ জেলা প্রশাসনগুলিকে দিয়েছে কমিশন।

Advertisement

কিছুদিন আগেই আইপিএস-এর চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন প্রসূণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রার্থীও করেছে শাসক দল তৃণমূল। স্বেচ্ছাবসর প্রক্রিয়া দ্রুততম গতিতে সেরে প্রসূণকে সবুজ সঙ্কেত দিয়েছিল নবান্ন। আরও এক জন আইপিএস চাকরি ছাড়ার আর্জি জানান সরকারের কাছে। লোকসভা ভোটে তাঁরও প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সেই দিক থেকে কমিশনের এই নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কমিশন যে বার্তা পাঠিয়েছে, তাতে সরকারের থেকে শুধু ঋণই নয়, বরং বাড়ি ভাড়া, বিদ্যুৎ-জল-ফোনের বিল, আয়কর, পুরসভা বা সম্পত্তি কর এবং সরকারের কাছে বকেয়া অন্য কিছু রয়েছে, কি না তা-ও খতিয়ে দেখতে হবে জেলাশাসক এবং জেলার নির্বাচনের দায়িত্বে থাকা অন্য অফিসারদের। ভোট বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ভোটের খরচ-খরচা সংক্রান্ত পর্যবেক্ষকেরাও প্রয়োজন হলে বিষয়টির উপর নজর রাখতে পারেন।

Advertisement

প্রসঙ্গত, প্রার্থীদের বিষয়ে জানার সুযোগ এ বার ভোটারদের কাছেও পৌঁছে দিয়েছে কমিশন। ‘নো ইয়োর ক্যান্ডিডেট’ বা প্রার্থীর পরিচয় সংক্রান্ত অ্যাপের মাধ্যমে যে কোনও ভোটার তাঁর নিজস্ব লোকসভা কেন্দ্রে প্রার্থীর সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। প্রার্থীর অপরাধ তথ্য থেকে থাকলে জানা যাবে তা-ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement