Lok Sabha Election 2024

‘গ্যারান্টি’ পূরণের প্রতিশ্রুতি দিয়ে প্রচারে নামছে কংগ্রেস

কংগ্রেস সূত্রের খবর, আগামী ৩ এপ্রিল থেকে কংগ্রেসের ‘ঘর ঘর গ্যারান্টি’ অভিযানে ৮ কোটি পরিবারে কংগ্রেসের গ্যারান্টি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ০৯:২২
Share:

রাহুল গান্ধী।

কর্নাটক ও তেলঙ্গানায় কংগ্রেসের ক্ষমতায় আসার পিছনে অন্যতম কারণ ছিল দলের বিভিন্ন রকম গ্যারান্টি বা প্রতিশ্রুতি। এই গ্যারান্টি কার্ড নিয়ে দক্ষিণের দুই রাজ্যে ভোটের প্রচারের সময়ে কংগ্রেসের কর্মীরা ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। এ বার লোকসভা নির্বাচনের প্রচারে কংগ্রেস একই কৌশল নিয়ে আগামী সপ্তাহ থেকে ‘ঘর ঘর গ্যারান্টি’ অভিযানশুরু করছে।

Advertisement

কংগ্রেস সূত্রের খবর, আগামী ৩ এপ্রিল থেকে কংগ্রেসের ‘ঘর ঘর গ্যারান্টি’ অভিযানে ৮ কোটি পরিবারে কংগ্রেসের গ্যারান্টি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হচ্ছে। কংগ্রেস ইতিমধ্যেই পাঁচটি ন্যায়—যুব ন্যায়, নারী ন্যায়, কৃষক ন্যায়, শ্রমিক ন্যায় ও ভাগিদারি ন্যায়ের অধীনে ২৫টি গ্যারান্টি ঘোষণা করেছে। ভোটে জিতে ক্ষমতায় এলে সেই গ্যারান্টি পূরণের প্রতিশ্রুতি দিয়েই বাড়িতে বাড়িতে গ্যারান্টি কার্ড পৌঁছেদেওয়া হবে।

কংগ্রেস ৫ এপ্রিল লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবে। পরের দিন থেকেই রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গে জয়পুর ও হায়দরাবাদে এ নিয়ে প্রচারে নেমে পড়বেন। কংগ্রেস ইতিমধ্যেই মোদী সরকারের ১০ বছরের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে ‘মেরে বিকাশ কা দো জবাব’ বলে প্রচারে নেমেছে। একই সঙ্গে কংগ্রেস তথা ‘ইন্ডিয়া’ মঞ্চ ফের ক্ষমতায় এলে দেশের হাল বদলাবে বার্তা দিতে ‘হাত বদলেগা হালত’ বলেওস্লোগান তুলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement