(বাঁ দিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
সন্দেশখালির নায়ক বা প্রযোজক- নাম না করে এ ভাবেই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারীকে। এখানকার বিজেপি প্রার্থী ওঁরই সহকারী, এ ভাবে বিঁধেছেন অগ্নিমিত্রা পালকেও। মঙ্গলবার জুন মালিয়ার সমর্থনে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অগ্নিমিত্রার সমর্থনে সভা করতে আসছেন শুভেন্দু অধিকারী। একই দিনে মেদিনীপুর লোকসভায় চার-চারটি নির্বাচনী সভা করতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। শুভেন্দুর সভা ঘিরে শেষ পর্বের প্রচারে ঝড় উঠবে, আশাবাদী গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, সব ঠিক থাকলে ১৮ মে মেদিনীপুর লোকসভায় চারটি সভা করতে পারেন বিরোধী দলনেতা। দলের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে। এর প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।
জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত মানছেন, ‘’১৮ মে শুভেন্দুদা নির্বাচনী প্রচারে এখানে আসছেন। ওই দিন চারটি জনসভা হবে।’’ শুরুতে সভা হতে পারে শালবনির পিঁড়াকাটায়। এরপর মেদিনীপুর গ্রামীণের পাঁচখুরিতে। তারপর কেশিয়াড়িতে এবং শেষে মোহনপুরে নির্বাচনী সভা হতে পারে। তবে শেষমুহূর্তে সভার স্থান পরিবর্তন হতে পারে। শুভেন্দুর আগেই অবশ্য নির্বাচনী প্রচারে জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ মে খড়্গপুরে মিছিল করার কথা তাঁর। খড়্গপুরে আসার আগে তাঁর যাওয়ার কথা এগরায়। জুন মালিয়ার সমর্থনে সেখানে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার নির্বাচনী প্রচারে জেলায় এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে দাঁতনে সভা করেছেন তিনি। ২২ মে ফের মেদিনীপুরে আসার কথা রয়েছে অভিষেকের। দাঁতনের সভা থেকে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করেছেন অভিষেক। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাকেও বিঁধেছেন তিনি। অগ্নিমিত্রা শুভেন্দুর সহকারী, নাম না করেই দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বিঁধেছেন দিলীপ ঘোষকেও। দাবি করেছেন, বর্ধমান- দুর্গাপুরে দিলীপের পরাজয় সময়ের অপেক্ষা।
রাজনৈতিক মহলের অনুমান, ১৮ মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রচারে এসে অভিষেককে পাল্টা জবাব দিতে পারেন শুভেন্দু। জবাব দেবেন, না কি উপেক্ষা করবেন, জল্পনা একাধিক মহলে। মেদিনীপুর লোকসভায় প্রচারে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, ১৯ মে আসতে পারেন প্রধানমন্ত্রী। সব ঠিক থাকলে খড়্গপুরে তাঁর সভা হতে পারে। এদিন অবধি অবশ্য প্রধানমন্ত্রীর এই প্রচারসূচি চূড়ান্ত হয়নি। দু’- একদিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।