Lok Sabha Election 2024

ওড়িশার প্রথম সংখ্যালঘু মহিলা বিধায়ক সোফিয়া

ড়িশার বারাবতী-কটক কেন্দ্রে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে আট হাজারেরও বেশি ভোটে হারিয়ে রাজ্যের প্রথম মুসলিম মহিলা বিধায়ক হয়েছেন সেই সোফিয়া ফিরদৌস।

Advertisement

সংবাদ সংস্থা

কটক শেষ আপডেট: ০৯ জুন ২০২৪ ০৮:৪৩
Share:

সোফিয়া ফিরদৌস Sourced by the ABP

রাজনীতিতে সক্রিয় পরিবারের মেয়ে। বেঙ্গালুরু আইআইএমের স্নাতকোত্তর। ওড়িশার বারাবতী-কটক কেন্দ্রে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে আট হাজারেরও বেশি ভোটে হারিয়ে রাজ্যের প্রথম মুসলিম মহিলা বিধায়ক হয়েছেন সেই সোফিয়া ফিরদৌস।

Advertisement

কংগ্রেসের বর্ষীয়ান নেতা মহম্মদ মোকুইমের মেয়ে সোফিয়া। ‘মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’-এর ম্যানেজিং ডিরেক্টর মহম্মদ মোকুইমকে ‘ওড়িশা রুরাল হাউজ়িং অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’-এ আর্থিক কেলেঙ্কারির জন্য ভিজিল্যান্স আদালতে দোষী সাব্যস্ত করায় নির্বাচনে প্রার্থী হতে পারেননি মোকুইম। দল ওই আসনে বেছে নেয় তাঁর মেয়ে বছর বত্রিশের সোফিয়াকে। কলিঙ্গ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সোফিয়া ২০২২ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান তিনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে তাঁর বাবার সংস্থা ‘মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যের বিশিষ্ট শিল্পপতি মিরাজ উল হক তাঁর স্বামী। স্ত্রীর জয়ের পরে সমাজমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মিরাজ।

ওড়িশার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথীও বারামতী-কটক আসন থেকে ১৯৭২ সালে বিধায়ক নির্বাচিত হন। অনেকেই তাঁর জয়ের সঙ্গে মিল পাচ্ছেন সোফিয়ার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement