কল্যাণ বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র ।
প্রচারে বেরিয়ে বামদুর্গে ভাঙন ধরানোর দাবি করলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা এ বারের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার কল্যাণ প্রচার করেন রিষড়া এলাকায়। সেখানকার বাগখালে কল্যাণ ঘাসফুল পতাকা তুলে দেন বাম কর্মী-সমর্থকদের হাতে। পাশাপাশি, কল্যাণের হুঙ্কার, অহঙ্কারের কারণেই বিজেপির অবস্থা হবে সিপিএমের মতো।
পুরোদমে ভোটপ্রচার শুরু করে দিয়েছেন কল্যাণ। প্রতি দিনই দু’বেলা করে প্রার্থী বেরোচ্ছেন জনসংযোগে। শনিবার বিকেলে কল্যাণের কর্মসূচি ছিল রিষড়া পুর এলাকায়। ওই এলাকারই বাগখালে বেশ কয়েক জন বাম কর্মী-সমর্থক কল্যাণের হাত ধরে তৃণমূলে যোগ দেন। শ্রীরামপুরের প্রার্থীর সমর্থনে শনিবার প্রচারে বেরিয়েছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, রিষড়ার পুরপ্রধান বিজয়সাগর মিশ্রেরা।
সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা দাবি করেছেন, দেশে আর কোনও আঞ্চলিক দল থাকবে না। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কল্যাণ বলেন, ‘‘এই অহঙ্কারই বিজেপির পতন ডেকে আনছে। সিপিএমের ঔদ্ধত্যের জবাব মানুষ কী ভাবে দিয়েছেন তা বাংলা জানে। একই অবস্থা হতে চলেছে বিজেপিরও। নড্ডাসাহেবকে বলতে চাই, এগুলি যত বলবেন, তত বেশি করে আপনি গাড্ডায় পড়বেন। কারও ক্ষমতা নেই আঞ্চলিক দলকে শেষ করার।’’