Abhishek Banerjee

অভিষেকের মন্তব্যের বিরুদ্ধে সরব নানা মঞ্চ

এই বার্তারই বিরোধিতা করে এ দিন সংগঠনগুলির নেতৃত্ব দাবি করেছেন, ২০২১-এর বিধানসভা ভোটের আগে সিএএ রাজ্যে চালু করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল ভোট চেয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ০৮:২৮
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

শর্তসাপেক্ষে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সমর্থন করবেন বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন, শনিবার তার বিরোধিতা করেছে ৮টি নাগরিক সংগঠন। কলকাতা প্রেস ক্লাবে এ দিন ‘সেভ ডেমোক্রেসি’-র তরফে চঞ্চল চক্রবর্তী ও দিপালী ভট্টাচার্য, ‘জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি’, ‘নো এনআরসি কমিটি’, ‘আওয়াজ’ সংগঠনের তরফে যথাক্রমে অমিতাভ চক্রবর্তী, রবিউল ইসলাম, ইরশাদ গউহর প্রমুখ এ বিষয়ে সরব হয়েছেন। প্রসঙ্গত, গত ১২মে উত্তর ২৪ পরগনার বাগদার সভা থেকে অভিষেক জানিয়েছিলেন, রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরা নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) না হওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি দিলে, তিনি সিএএ-কে সমর্থন করবেন। এই বার্তারই বিরোধিতা করে এ দিন সংগঠনগুলির নেতৃত্ব দাবি করেছেন, ২০২১-এর বিধানসভা ভোটের আগে সিএএ রাজ্যে চালু করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল ভোট চেয়েছিল। এখন সিএএ চালুর কথা বলে আদতে ‘দুর্নীতির’ হাত থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছে তারা। এমন বার্তা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও দাবি করেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement