সওকত মোল্লা। —ফাইল চিত্র।
ভোটের আবহে দলের কেউ যেন আইন নিজেদের হাতে তুলে না নেয়, সে ব্যাপারে কর্মীদের হুঁশিয়ার করলেন তৃণমূল নেতা সওকাত মোল্লা। তিনি বলেন, ‘‘কোনও মারামারি, পেটাপিটি, অশান্তি যেন না হয়। গুলি, বোমা, বন্দুক নিয়ে গন্ডগোল করতে যাব না। যে যাবে, দায়ভার তার। আমরা প্রথমে প্রশাসন কী ব্যবস্থা নেয় দেখব। যদি প্রশাসন একশো শতাংশ ব্যবস্থা না নেয়, তারপরে আলোচনায় বসবো। সকলে আলোচনা করে সিদ্ধান্ত নেব, পরবর্তী প্রতিকার কী হবে।’’
বৃহস্পতিবার ভাঙড়ের চিনেপুকুরে একটি কর্মিসভায় এসে এ কথা বলেন ভাঙড় তৃণমূলের পর্যবেক্ষক সওকাত।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থীও দিয়েছে তৃণমূল। তারপরেও ভাঙড়ে শাসকদলের দেওয়াল লিখনের কাজ এখনও শেষ হয়নি। অনেক জায়গায় দেওয়ালে চুনকাম পর্যন্ত করা হয়নি। এ দিন কর্মীদের ধমক দিয়ে সওকাত বলেন, ‘‘আগামী দু’তিন দিন সময় দিলাম। এর মধ্যে দেওয়াল লেখার কাজ শুরু করতে হবে। ফ্লেক্স, ব্যানারে মুড়ে দিতে হবে গোটা এলাকা। ব্যক্তিগত সম্পত্তি না বাড়িয়ে দলকে বাঁচান।’’
এ বিষয়ে আইএসএফের ভাঙড় ২ ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য রাইনুর হকের কটাক্ষ, ‘‘সংবাদমাধ্যম ও পুলিশ-প্রশাসনের সামনে ভাল মানুষ সাজার জন্য সওকাত মোল্লা এ সব বলছেন! গত বিধানসভা ও পঞ্চায়েত ভোটের সময়ে ওঁদের দলের কর্মীরা কী ধরনের সন্ত্রাস ভাঙড়ে চালিয়েছে, তা সকলে জানে।’’