হরিস মুখার্জি রোডে দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের প্রচারের সময়ে পুলিশের সঙ্গে বচসা সিপিএম কর্মী-সমর্থকদের। — নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দক্ষিণ কলকাতার ভোটার হওয়ায় তাঁদের কাছে ভোট চাইতে যাবেন বলে আগেই জানিয়েছিলেন ওই লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। কিন্তু বৃহস্পতিবার কালীঘাটের ৭৩ নম্বর ওয়ার্ডে হরিশ মুখার্জি রোডে সায়রা প্রচারে বেরোলে পুলিশ তাঁকে বাধা দিয়েছে বলে অভিযোগ। এখানেই রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। প্রচারে বাধা দেওয়ার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে অভিযোগ জানিয়েছে সিপিএম। কমিশন সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে।
সায়রা এ দিন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কালীঘাট এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। সেখানে পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। সিপিএম সূত্রে দাবি, তাদের বলা হয়, ১৪৪ ধারা রয়েছে। সায়রা পুলিশকে জানান, তিনি কাউকে বিরক্ত করছেন না। তাঁর অধিকার রয়েছে শান্তিপূর্ণ ভাবে প্রচার করার। তবে পুলিশ তাতেও তাঁকে যেতে না দিলে সিপিএম কর্মীদের সঙ্গে বচসা বাধে। সায়রা প্রশ্ন তোলেন, “কলকাতা কাশ্মীর হল কবে? কলকাতা আমার নিজের শহর। সেখানেও মিছিল করতে পারব না?” যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, নির্ধারিত পথ লঙ্ঘন করা হয়। তাই পুলিশ সিপিএমের নেতা-কর্মীদের আটকায়।