PM Narendra Modi

মোদীর রোড-শো পিছিয়ে ফের ২৯শে

জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে মথুরাপুরে আগামী ৩০ মে সপ্তম দফার প্রচারের শেষ লগ্নে সভা করতে পারেন মোদী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ০৯:১২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

আসন্ন ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর সম্ভবনা কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর-সূচিতে ফের বদল ঘটল। কলকাতা উত্তর ও দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে আগামী ২৮ মে কলকাতায় রোড-শো করার কথা ছিল মোদীর। আপাতত সেই কর্মসূচি ২৯ তারিখ হতে পারে বলে বিজেপি সূত্রের খবর। যদিও প্রথমে ২৯ তারিখই ওই কর্মসূচি হওয়ার কথা ঠিক ছিল। পরে তা এক দিন এগিয়ে আনা হয়। আপাতত তা আবার ২৯ মে-ই হবে বলে স্থির হয়েছে। মোদীর ২৮ তারিখ বারাসত ও যাদবপুরে জনসভা করারও কথা ছিল। আপাতত সেই দু’টি কর্মসূচিও বাতিল করা হয়েছে। জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে মথুরাপুরে আগামী ৩০ মে সপ্তম দফার প্রচারের শেষ লগ্নে সভা করতে পারেন মোদী। ওই দিনই যাদবপুর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে মহানায়ক উত্তম কুমারের মূর্তির সামনে থেকে হাজরা মোড় পর্যন্ত রোড-শো করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়াও, ওই দিন বসিরহাটে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করার কর্মসূচি রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement