প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
ভোটের আগে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে আরও বেশি সমাজমাধ্যম ব্যবহারের উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ সকালে উত্তরপ্রদেশের সম্ভাল, ফতেপুর সিক্রি, ফিরোজ়াবাদ, হাথরস, আগরা— সব মিলিয়ে দশটি লোকসভা কেন্দ্রের ২২,৬৪৮ জন বুথকর্মীর সঙ্গে ‘নমো’ অ্যাপের মাধ্যমে আলাপচারিতা করেন মোদী। উত্তরপ্রদেশের ওই দশটি আসনে তৃতীয় দফায় ভোট হওয়ার কথা রয়েছে আগামী ৭ মে। প্রধানমন্ত্রী এ দিন বলেন, ‘‘সবচেয়ে বেশি খাটতে হবে ভোটের দিন। গরম সত্ত্বেও আমজনতা যাতে ভোট দিতে আসেন, তা নিশ্চিত করতে হবে বুথকর্মীদের।’’ গরমের হাত থেকে বাঁচতে সকাল সকাল ভোটারদের ভোট দিতে উৎসাহিত করার জন্য বুথকর্মীদের পরামর্শ দেন তিনি।
বিজেপির মতো ক্যাডারভিত্তিক দল বরাবরই বুথকে শক্তিশালী করার উপরে জোর দেয়। গত প্রায় দু’বছর ধরে গোটা দেশে বুথ পর্যায়ে দলের শক্তি বাড়াতে সক্রিয় ছিল বিজেপি। আজ মোদী তাঁর বক্তৃতায় মহিলাদের ভোটদানে উৎসাহ দেওয়ার লক্ষ্যে বুথ পর্যায়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির উপরে জোর দেন। মূলত আরও বেশি করে মহিলাদের কাছে পৌঁছতে এবং বিজেপি ও সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তাঁদের অবহিত করার লক্ষ্যেই ওই গ্রুপগুলি তৈরির পরামর্শ দেন তিনি। এ ছাড়াও তিনি বুথকর্মীদের বলেন, নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করার পাশাপাশি ইউপিএ আমলের দুর্নীতি ও পরিবারবাদের রাজনীতি সম্পর্কেও তাঁদের অবহিত করতে হবে।
গত দশ বছরে সরকার যে জনকল্যাণের নীতি নিয়ে এগিয়েছে, সেই সরকারি সুবিধার বিষয়গুলি নিয়ে সমাজমাধ্যমে আরও বেশি করে প্রচার করতে বলেছেন মোদী, যাতে প্রান্তিক মানুষ পর্যন্ত সেই প্রচার পৌঁছতে পারে। মোদীর কথায়, ‘‘সরকারি সুবিধার বিষয়ে জানাতে আরও বেশি করে সমাজমাধ্যমকে ব্যবহারের প্রয়োজন রয়েছে, যাতে মানুষ আরও বেশি করে সরকারের কাজের সম্পর্কে ওয়াকিবহাল হয়।’’
কী ভাবে কোনও বুথকে শক্তিশালী করা যায়, কী ভাবে বুথে বুথে দলীয় প্রার্থীকে জেতানো যায়, সে বিষয়ে দলের বর্ষীয়ান কর্মীদের কাছ থেকে পরামর্শ নেওয়ার বিষয়টিতে জোর দেন মোদী। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার উন্নতির জন্য যোগী আদিত্যনাথ প্রশাসনের প্রশংসাও করেন।