—ফাইল চিত্র।
রবিবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়ির ধূপগুড়িতে তাঁর সভা রয়েছে। ১৯ এপ্রিল, লোকসভা ভোটের প্রথম দফায় রাজ্যের তিনটি আসন— কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট রয়েছে। সেই সূচি মেনে গত বৃহস্পতিবার কোচবিহারে সভা করে গিয়েছেন মোদী। রবিবার তিনি জলপাইগুড়িতে সভা করবেন। সভাস্থল— ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি লাল স্কুলের মাঠ। বিজেপি সূত্রে খবর, মোদীর দ্বিতীয় দফার ভোটের প্রচারসূচিও তৈরি হয়ে রয়েছে। সেই সময় মোদীর পাশাপাশি ভোটপ্রচারে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।
দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল রাজ্যের তিনটি আসন— দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট রয়েছে। তা নজরে রেখে উত্তরবঙ্গে আরও দু’টি সভা করবেন প্রধানমন্ত্রী। একটি সভা করবেন শাহ। শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আগামী ১৬ এপ্রিল দক্ষিণ দিনাজপুরে দু’টি সভা রয়েছে মোদীর। একটি রায়গঞ্জে, অন্যটি বালুরঘাটে। শনিবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ডাঙারহাট এলাকার বৈদ্যনাথ মন্দিরে বারুণি স্নান উপলক্ষে মেলায় যান সুকান্ত। মেলা দর্শনের পাশাপাশি নির্বাচনী প্রচার সারেন তিনি। সেখানেই প্রধানমন্ত্রীর সফরের কথা জানান বালুরঘাটের বিদায়ী সাংসদ। সুকান্ত জানান, আগামী ১০ এপ্রিল শাহও যাচ্ছেন দক্ষিণ দিনাজপুরে।
বিজেপি সূত্রে খবর, ১৬ এপ্রিল বালুরঘাটে রেলস্টেশনের মাঠে দুপুর সাড়ে ৩টে নাগাদ সভা হতে পারে প্রধানমন্ত্রীর। তবে রায়গঞ্জের সভা কখন কোথায় হবে, তা এখনও স্থির নেই বলেই বিজেপি সূত্রে দাবি। দলীয় সূ্ত্রে খবর, শাহের সভা বুনিয়াদপুরে রেলস্টেশনের মাঠে দুপুর ১২টা নাগাদ হওয়ার কথা।