Lok Sabha Election 2024

ফের লড়াইয়ে বাম প্রার্থী মিলি

আলিপুরদুয়ারের প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণার পর মিলি রবিবার বলেন, “গত পাঁচ বছরে জেলার রাজনৈতিক সমীকরণও বদলেছে। ফলে এবার আমাদের নতুন লড়াই।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৪ ০৭:৪০
Share:

মিলি ওরাঁও। —নিজস্ব চিত্র।

আরএসপি নেতা তথা প্রাক্তন সাংসদ মনোহর তিরকের মেয়ে মিলি ওরাওঁ-কে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে ফের এক বার প্রার্থী করল বামেরা৷ রবিবার বামফ্রন্টের তরফে মিলির নাম আলিপুরদুয়ারের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। গত লোকসভা নির্বাচনেও আলিপুরদুয়ার কেন্দ্রে বামেদের প্রার্থী ছিলেন আরএসপির মিলি-ই। কিন্তু বিজেপি ও তৃণমূলের লড়াইয়ে তিনি তিন নম্বর স্থান পান।

Advertisement

তবে আলিপুরদুয়ারের প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণার পর মিলি রবিবার বলেন, “গত পাঁচ বছরে জেলার রাজনৈতিক সমীকরণও বদলেছে। ফলে এবার আমাদের নতুন লড়াই। যে লড়াইতে জয়ী হওয়াই আমাদের লক্ষ্য।” আলিপুরদুয়ারের প্রাক্তন আরএসপি বিধায়ক নির্মল দাস বলেন, “দলের বাম প্রার্থী এবার বড় লড়াই দেবেন।” মিলি প্রার্থী হওয়ায় আলিপুরদুয়ারে লড়াই জমবে বলে জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক কিশোর দাসও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement