মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
আমরা আপনাদের পাহারাদার। বিজেপির মতো জমিদার নই। আমরা যা যা বলেছি, সব করেছি। বিজেপি একটাও কিছু করেনি।
বাংলার নির্বাচনের আগে বলেছিল এ বার ২০০ পার। এ বার বলছে, ৪০০ পার। কিন্তু ২০০ পারও হবে না। সার্ভে রিপোর্ট বিজেপির। ওই রিপোর্টে বিশ্বাস করবেন না, বললেন মমতা। বিজেপি চোর। লুটেরা পার্টি।
আজ যখন কিছু বলার নেই, ওরা বলছে তৃণমূল চোর! ওরা ভয় পেয়ে গিয়েছে, বিজেপিকে আক্রমণ মমতার। সব চোর আপনাদের কাছেই! ইডি, সিবিআই এনআইএ, আয়কর দফতরের হাত থেকে তাঁদের বাঁচাচ্ছেন। মোদীকে আক্রমণ মমতার।
দুরন্ত কোথায় গেল? সবচেয়ে দ্রুতগামী ছিল। কোথায় গেল সেই ট্রেন? রাজ্য জমি দেয়। রাজ্য অর্ধেক টাকা দেয়। আমরা ৭৫ শতাংশ দিই। ওরা ২৫ শতাংশ দেয়। একটা জুমলাবাজ। প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার।
পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি। রামনবমীর মিছিল অস্ত্র নিয়ে করতে কে অধিকার দিয়েছে? বললেন মমতা।
মিঠুন চক্রবর্তী বাংলার আর একজন বড় গদ্দার। ওঁকে রাজ্যসভার প্রার্থী করেছিলাম। বললেন মমতা।